Connect with us

দেশজুড়ে

ভূরুঙ্গামারীতে শিক্ষা উপকরণ বিতরণ

Published

on

নাগেশ্বরী প্রতিনিধি, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে ‘অকিঞ্চন সেবা সংঘ’ নামের স্থানীয় একটি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত এক আলোচনাসভা শেষে রবিবার বিকেল ৫টায় উপজেলার ধামের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী খোকন। এছাড়াও সংগঠনটির উপদেষ্টা আমিনুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক আলফাজ হোসেন, সাংবাদিক শামসুজ্জোহা সুজন, মো. যুবরাজ খান, তিলাই ইউপি সদস্য আ. রশিদ, অকিঞ্চন সেবা সংঘের আব্দুর রাজ্জাক, মোশাররফ হোসেন, আল-আমিন, মাঈদুল, মিলু, আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় তিলাই উচ্চ বিদ্যালয়সহ আশপাশের অন্যান্য বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণিতে অধ্যয়নরত এলাকার বাছাইকৃত ৫০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে উপহার হিসেবে খাতা, কলম, ডিকশনারি ইত্যাদি শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *