Connect with us

Highlights

মানবতার ফেরিওয়ালা হারাগাছের ছেলে আমরাই পাশে রংপুর গ্রুপ এডমিন ইমরান

Published

on

মেহেদি হাসান সুমন, রংপুরঃ

করোনা ভাইরাসের এই মহামারী তে কি রাত কি দিন কি সকাল কি সন্ধা রংপুর জেলার কাউনিয়া,পীরগাছা,মিঠা­­­পুকুর, গঙ্গারচড়া, পিরগঞ্জ,সদর উপজেলা এবং সিটি করপারেশন এরিয়াসহ রংপুর জেলার যে প্রান্ত থেকে থেকেই খাবারের জন্য ফোন আসে সেই প্রান্তের নিজে গিয়ে খাবার পৌচ্ছে দিয়ে আসছেন ফেসবুক ভিত্তিক সংগঠন আমরাই পাশে,রংপুর গ্রুপের এডমিন রংপুর জেলার কাউনিয়া উপজেলার হারাগাছের ছেলে ইমরান কবীর (হৃদয়ে)। খোজ খবর নিয়ে জানা যায় যে,ফেসবুকে আমরাই পাশে,রংপুর গ্রুপের মাধ্যমে তিনি ক্ষুধার্ত আসহায় মানুষের খোজ করেন এবং সেখানে খোজ পান সেখানে গিয়ে তিনি খাবার দিয়ে আসেন নিজে গিয়ে।আরো খোজ নিয়ে জানা যায় যে তিনি পুরো রংপুর বিভাগে এ পর্যন্ত শতাধিক মানুষের জন্য ইফতার ও সেহরির খাবারের ব্যাবস্থা করে দিয়েছে রমজান মাসে।আরো জানা যায় তিনি বিভিন্ন এলাকায় ছোট বাচ্চাদের জন্য খাবার ও দুধের ব্যাবস্থা করে দিয়েছেন।তিনি এ সকল জিনিসপত্র কিনে দিয়েছেন নিজের টিউশনি করা টাকা আর নিজের ঈদ এর কেনাকাটার টাকা দিয়ে। এ বিষয়ে কথা বললে আমরাই পাশে গ্রুপের এডমিন ইমরান কবীর জানায় যে ছোট বেলায় আমরা স্কুলে শপথ করতাম সেখানে প্রথম বাক্য ছিল আমি শপথ করছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব তাই আমি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করছি কতদূর যেতে পারবো মহান আল্লাহ ভাল জানেন।আমি মনে করি আমায় শুধু আমরাই পাশে গ্রুপের দায়িত্ব দেয়া হয় নাই আমায় পুরো রংপুর এর সকল আসহায় ক্ষুধার্ত মানুষের দায়িত্ব দেয়া হয়েছে।আমি বাসায় ঈদ করবো আর আসহায় মানুষ গুলো না খেয়ে থাকবে তা হতে পারে না তাই আমি আমার গ্রুপ কে নিয়ে মানুষের পাশে দাড়িয়েছি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *