Connect with us

দেশজুড়ে

মুন্সীগঞ্জে দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ২, গুলিবিদ্ধ ১০

Published

on

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চরবোলাটি এলাকায় সাবেক ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ গুলিবিদ্ধ হয়ে নবনির্বাচিত এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও তার ভাই নিহত হয়েছে। নিহতরা হলেন উপজেলার হোসেন্দী ইউপির নবনির্বাচিত সদস্য গোলাপ সরকার (৪৫) ও তার ভাই আইয়ুব সরকার (২৮)। এ ঘটনায় আরও ১০ জন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার, মাটি ভরাট কাজের হিস্যা ও পূর্ব বিরোধেদের জের ধরে বৃহস্পতিবার হোসেন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন মন্টুর পক্ষের লোকজন প্রতিপক্ষ নাজমুল ও আরিফুল ইসলামের পক্ষের লোকজনের সঙ্গে সংঘর্ষে জড়ালে হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশের ফোর্স পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে গজারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আপন কুমার মজুমদার জানান, সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত গোলাপ সরকার ও তার ভাই আইয়ুব সরকারের মরদেহ সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *