Connect with us

খেলাধুলা

মেসিকে চিনলেন পেকারম্যান!

Published

on

স্পোর্টস ডেস্ক:
২০০৬ বিশ্বকাপে লিওনেল মেসিকে না খেলিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন তৎকালীন আর্জেন্টাইন কোচ হোসে পেকার ম্যান। বর্তমান কলম্বিয়া কোচ সেই পেকারম্যানই এখন মেনে নিচ্ছেন বিশ্বের সেরা ফুটবলার হলেন মেসি। শনিবার ভোরে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল পেকারম্যানের কলম্বিয়ার বিপক্ষে নামতে মুখিয়ে রয়েছেন এলএম টেন। যে কোচের অধীনে অভিষেক হয়েছিল সেই কোচের দলের বিপক্ষে লড়াইয়ে প্রস্তুতি নিচ্ছেন তিনি। শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে বেশ সতর্ক কলম্বিয়ার কোচ। সাংবাদিক সম্মেলনে পেকারম্যান বলেন, ‘এক কথায় বলতে গেলে বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড় মেসি। তাছাড়া এই মেসির নেতৃত্বে আর্জেন্টিনা খুবই ভালো খেলছে। ব্রাজিল বিশ্বকাপে ওদের পারফরম্যান্সও ছিল দেখার মত। আর মেসি যেভাবে বার্সেলোনায় একটি সফল মৌসুম কাটাল, তাতে বোঝাই যাচ্ছে আর্জেন্টিনা কতটা কঠিন প্রতিপক্ষ। তবে আমরাও তৈরি। আমাদের দলে অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছে। তাদেরকে আটকাতে ওরাই যথেষ্ট।’ নিষেধাজ্ঞার জন্য কলম্বিয়া দলে থাকছেন না কার্লোস বাকা। আবার চোটের কারণে বাদ পড়েছেন দুই মিডফিল্ডার কার্লোস স্যাঞ্চেস ও এডউইন ভ্যালেন্সিয়া। তা নিয়ে অবশ্য বিশেষ চিন্তিত নন কোচ। আÍবিশ্বাসী পেকারম্যান্সের বক্তব্য, আগেও এমন কঠিন পরিস্থিতিতে পড়েছে দল। তাই অসুবিধা হবে না।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *