Connect with us

দেশজুড়ে

যশোরে ট্রেন-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৪

Published

on

train-microbus accedentযশোর প্রতিনিধি: যশোরে ট্রেন ও প্রাইভেটকারের সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুজন।আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মথুরাপুর-মানিকদিহি জামতলা রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
নিহত প্রাইভেটকার চালকের নাম জানা যায়নি। নিহত অপর তিনজন হলেন- তিরের হাট গ্রামের নিত্যপদ দাসের ছেলে চয়ন (১২), জয়া রানী সরকার (৫০) ও কেশবপুর উপজেলার চাচড়াইল গ্রামের রেজাউল করিম রাজু (৩৮)। আহত হয়েছেন- নিহত চয়নের মা দিপিকা রাণী ও বাধন দাস (১৫)।
যশোর কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক মানিক জানান, মথুরাপুর রেলক্রসিংয়ে ট্রেন ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত চারজনের লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। প্রাইভেটকার আরোহীরা শহর থেকে সদরের তিরের হাট গ্রামে যাচ্ছিল। এ সময় জামতলা রেলক্রাসিং পার হওয়ার সময় যশোর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া চিত্রা এক্সপ্রেস ট্রেনটি তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই জন ও হাসপাতালে নেওয়ার পর দুজনের মৃত্যু হয়।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ইলিয়াস হোসেন জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *