Connect with us

বিবিধ

যেমন পকেট তেমন স্মার্টফোন

Published

on

2013-04-29-05-22-04-517e037c5538d-smartphone-pants-2_54230রকমারি ডেস্ক:
বড় বড় আকারের স্মার্টফোন এখন বাজারে। এ কারণে ফ্যাশনপণ্য ও পোশাক নির্মাতাপ্রতিষ্ঠানগুলোর মাথায় দুশ্চিন্তা। বড় আকারের ফোন রাখতে প্যান্টের পকেট যে বড় করতে হবে! নতুন নতুন নকশা আনতে হবে। সম্প্রতি সাড়ে পাঁচ ইঞ্চি মাপের আইফোন-৬ প্লাসসহ বেশ কিছু বড় মাপের স্মার্টফোন ও ট্যাবলেট-স্মার্টফোনের ফিচার-সুবিধার ফ্যাবলেট এখন বাজারে এসেছে। এই বড় আকারের ফোনগুলোর জন্য কয়েকটি ফ্যাশন কোম্পানিকে পকেটের নকশা নতুন করে করতে হয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে টেলিগ্রাফ অনলাইন। ফোন যদি পকেটে এঁটেও যায়, তবে যেটুকু অংশ বাইরে বের হয়ে থাকে তাতে পকেটমার হওয়ার আশঙ্কা থাকে। নারীদের পোশাক নকশার ক্ষেত্রে নকশাকারদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায় আমেরিকান ইগলের কথা। এই প্রতিষ্ঠানটি নারীদের জন্য বিশেষ ধরনের পোশাক তৈরি করছে। পুরুষের ট্রাউজারের মতো এই পোশাকের পকেট আরও বড় করছে। জে. ক্র নামের আরেকটি ফ্যাশন হাউস বড় মাপের ফোন রাখার জন্য বড় মাপের পকেট তৈরি করছে। জে. ক্রুর একজন মুখপাত্র ম্যাশেবলকে জানিয়েছেন, ‘নকশা করার সময় আমরা গ্রাহকদের জীবনযাপনের বিষয়গুলো বিবেচনা করি। পরিবর্তিত মোবাইল প্রযুক্তির বিষয়টিকেও বিবেচনায় আনা হচ্ছে।’ বড় আকারের আইফোনের পাশাপাশি বিভিন্ন প্রজন্মের আইপ্যাড বা ট্যাব রাখার জন্যও পোশাকের নকশায় পরিবর্তন আনা হচ্ছে। ফ্যাশন হাউস লি. জিন্স কর্তৃপক্ষও নারীদের জন্য বিশেষ ধরনের পোশাক নকশার চিন্তাভাবনা করছে। লি জিন্স কর্তৃপক্ষ জানিয়েছে, ‘অবশ্যই আমরা গ্রাহকদের কথা চিন্তা করে তাদের জন্য সুবিধাজনক পোশাকের নকশা করতে যাচ্ছি। অবশ্য আমরা সব সময় চিন্তা করি পোশাক পরিধানকারী কীভাবে তার পোশাক পরেন, সেই বিষয়টি। কোন সময় কোন জিন্স পরেন এবং দৈনন্দিন কাজের সময় তাদের কী প্রয়োজন পড়ে, সে বিষয়টিতে আমরা খেয়াল রাখি। বড় মাপের ফোন ব্যবহারকারীদের জন্য আমাদের নেওয়া নতুন উদ্যোগ কাজে লাগবে। দুর্বৃত্তদের বা পকেটমারদের কাছ থেকে ফোন আড়াল রাখার সুবিধার্থে আমরা বিশেষ জিন্স নকশা করছি।’ এদিকে স্কটল্যান্ড ইয়ার্ডের একজন মুখপাত্র পরামর্শ দিয়ে বলেছেন, ‘আমাদের সব সময়ের জন্য পরামর্শ হচ্ছে আপনার দামি ফোন বা অন্যান্য দামি জিনিস দুর্বৃত্তদের চোখের আড়াল করে রাখুন। অযথা সবাইকে দেখিয়ে বেড়াবেন না।’

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *