Connect with us

Highlights

রংপুরের চন্দনপাটে করোনা প্রতিরোধে ইউপি চেয়ারম্যান এর নানা উদ্যোগ

Published

on

হাসান আল সাকিব, রংপুর:

মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে নানা উদ্যোগ নিয়েছেন রংপুর সদর উপজেলার ৩নং চন্দনপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান। ইতিমধ্যে সড়কে ব্লিচিং পাউডার মেশানো পানি ছিটিয়েছেন। এছাড়াও গতকাল ইউনিয়নে অসহায় দু:স্থ, পথচারি, রিকশা-ভ্যান চালক, নারী-শিশুসহ সর্বস্তরের মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক ও সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেছেন এবং গত ৫ দিন ধরে ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে মাইকিং করা হচ্ছে।

চেয়ারম্যান আমিনুর রহমান বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। সচেতনতাই করোনা ভাইরাস প্রতিরোধ করতে পারে। এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রত্যেকেই সতর্কতার অংশ হিসেবে মুখে মাস্ক ব্যবহার করা, গণপরিবহন ও ময়লা পোশাক এড়িয়ে চলা, পর্যাপ্ত পানি পান করা, ঘরে ফিরে হ্যান্ডওয়াশ দিয়ে ভালো করে হাত ধোয়াসহ সকল জনসাধারণকে ১০ দিন বাড়িতে থাকার জন্য অনুরোধ করছি।

তিনি আরো বলেন, আমার ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিøচিং পাউডার মেশানো পানি ছিটানো হচ্ছে।এবং বাজার গুলোতে অতি প্রয়োজন ছাড়া না আসার জন্য এবং জনসমাগম না করার আহ্বান জানানো হচ্ছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *