Connect with us

দেশজুড়ে

রংপুরে দুইদিনব্যাপী বিভাগীয় সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি

Published

on

রংপুর অফিস: রংপুর বিভাগের দৈনিক বজ্রশক্তির সাংবাদিকদের নিয়ে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার দৈনিক বজ্রশক্তির রংপুর বিভাগীয় কার্যালয়ে সকাল ১০ টা থেকে শুরু হয়ে সারাদিন ব্যাপী ও শনিবার একই সময়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। দুইদিন ব্যাপী এ কর্মশালায় সাংবাদিকদের হাতে কলমে প্রশিক্ষণ দান করেন ইলদ্রীম মিডিয়ার প্রধান প্রশিক্ষক খন্দকার ইয়াসিন হোসেন পাভেল ও দৈনিক বজ্রশক্তির সহকারী সাহিত্য সম্পাদক মো. রাকীব আল হাসান লিহি। সাংবাদিক প্রশিক্ষণ এ কর্মশালায় রিপোর্ট ও রিপোর্টিং, সাক্ষাৎকার, সাংবাদিকতা সম্পর্কিত নীতিমালা, রিপোর্ট লেখনে শুদ্ধ বানানের ব্যবহার ইত্যাদি বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। দৈনিক বজ্রশক্তির মূল অনুপ্রেরক জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নী’র আদর্শের প্রস্তাবনার উপর সাংবাদিকদের সৎ ও দক্ষ করতে এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে সকলকে নি:স্বার্থ ভাবে কাজ করা ও সত্য সংবাদের মাধ্যমে জাতির মানবতাবোধ জাগ্রত করা তাই একাজে সাংবাদিকের ভূমিকা অনস্বীকার্য ইত্যাদি বিষয়েও কর্মশালায় আলোচনা করা হয়। উক্ত কর্মশালায় রংপুর বিভাগরে বিভিন্ন উপজেলা থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন তপন কুমার রায় (বেরোবি প্রতিনিধি), মাহমুদ হাসান চৌধুরী(বদরগঞ্জ ক্রাইম রিপোর্টার), ফিন্দিউল হাসান চৌধুরী(বদরগঞ্জ পৌর প্রতিনিধি), মো. লিটন(কালীগঞ্জ ফটো সাংবাদিক), মো. রমাজন আলী(পাটগ্রাম প্রতিনিধি), ডা. এস এম শামীম(পাাঁচবিবি প্রতিনিধি), মো. ইমন রুবেল(দিনাজপুর কোর্ট প্রতিনিধি), মো. ফারুক(দিনাজপুর সদর), উত্তম কুমার(আটোয়ারী), জাহিদ হাসান(গাইবান্ধা সদর), মাহবুব প্রধান(পলাশ বাড়ী) ও মেহেদী হাসান(পলাশবাড়ী)প্রমুখ। শনিবার রাত ৮ টায় বিভাগীয় ব্যুরো প্রধান আমিরুল ইসলামের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে এ কর্মশালার সমাপ্তি ঘটে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *