Connect with us

দেশজুড়ে

রংপুরে রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে কবি নজরুলের মৃত্যুবার্ষিকী পালিত

Published

on

Shishu Kishor Pic -2 (3)

রংপুর ব্যুরো: সাম্যের কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পক্ষকালব্যাপী পালিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার শিশু কিশোর মেলার উদ্যোগে বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলা ১২টায় স্কুলের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিশু কিশোর মেলার সংগঠক কামরুন্নাহার খানম শিখা। আলোচনা সভায় বক্তব্য রাখেন বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেখা রাণী রায়, মেলার জেলা সংগঠক রোকনুজ্জামান রোকন।আলোচকবৃন্দ বলেন, সমাজে অন্যায় অবিচার শোষণ বঞ্চনা অপ্রতিরোধ্য গতিতে বেড়ে চলেছে। কিন্তু যুবক তরুনেরা প্রতিবাদহীন। সমাজে সর্বস্তরে বিরাজ করছে নীরবে সয়ে যাওয়ার সংস্কৃতি। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা ধারণ করেই সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সম্ভব। যুবক তরুণদের এই চেতনা ধারণ করে এগিয়ে যাওয়ার আহবান জানান আলোচকগণ। আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *