Connect with us

দেশজুড়ে

রংপুর তারাগঞ্জে হেযবুত তওহীদের জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী আলোচনা সভা

Published

on

জঙ্গিবাদ বিরোধী জনসভায় বক্তব্য রাখছেন হেযবুত তওহীদের মাননীয় এমাম

রংপুর প্রতিনিধি: জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনসচেতনতামূলক আলোচনা সভা করেছে রংপুরের তারাগঞ্জ উপজেলা শাখা হেযবুত তওহীদ।
শুক্রবার বিকেল ৩টায় তারাগঞ্জ উপজেলার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে হেযবুত তওহীদ সদস্য ও দৈনিক বজ্রশক্তি রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান মো. আমিরুল ইসলামের সঞ্চালনায় উক্ত আলোচনা সভার উদ্বোধনী বক্তব্য প্রদান করেন হেযবুত তওহীদ রংপুর জেলা শাখার সভাপতি মো. আব্দুল কুদ্দুস শামীম।
হেযবুত তওহীদ তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. আব্দুর ওয়াহাব মিন্টুর সভাপতিত্বে রংপুর তারাগঞ্জের সর্বস্থরের হাজার হাজার জনতার উপস্থিতিতে আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের মাননীয় এমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম।
তিনি তার বক্তব্যে হেযবুত তওহীদের চলমান কার্যক্রম তুলে ধরে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আতাউর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মো. আতিয়ার রহমান, সাধারন সম্পাদক ডাঃ মো. নজরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মাহমুদা আক্তার লাভলী, ২নং কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফজালুল হক সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ডাঃ মো. আলী হোসেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোজাহারুল হক সরকার, তারাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক তারার আলোর প্রকাশক ও সম্পাদক মো. খবির উদ্দীন প্রামানিক, উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুর রশিদ পাটোয়ারী, উপজেলা বাজার জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মো. আশরাফ আলী, ২নং কুর্শা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য মো. গোলাম মোস্তফা, ৮নং ওয়ার্ড সদস্য মো. তুহিনুর ইসলাম তুহিন, ৪নং ওয়ার্ড সদস্য মো. আজহারুল ইসলাম, ৪,৫,৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোছা. রিনা আক্তার মিষ্টি, ক ২নং কুর্শা ইউনিয়ন আ;লীগের সাধারন সম্পাদক মো. কামরুজ্জামান মিলন, উপজেলা আ’লীগের সদস্য মো. আনোয়ারুল হক প্রামানিক, বিশিষ্ট সমাজ সেবক মো. বায়াজীদ বোস্তামী প্রমুখ।
আয়োজিত অনুষ্ঠানে সরকারের নীতি নির্ধারনের ব্যাক্তি বর্গ, মুক্তিযোদ্ধা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, মিডিয়া কর্মীবৃন্দসহ সর্বস্থরের জনগণ স্বতস্ফুর্তভাবে অংশগ্রহন করে হেযবুত তওহীদের জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও সা¤প্রদায়িকতা বিরোধী আলোচনা সভায় একাত্বতা ঘোষনা করেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *