Connect with us

জাতীয়

রাজনৈতিক সংকট সমাধানে সরকারকে গণজাগরণ মঞ্চের পাঁচ দফা

Published

on

imran-h-sarkar_29508স্টাফ রিপোর্টার:
রাজনীতির নামে মানুষ হত্যা ও সহিংসতা বন্ধ করা এবং আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের নির্বিঘে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করাসহ সরকারের কাছে পাঁচ দফা দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ। বাকি তিন দফা হলো- রাজনৈতিক সহিংসতা থেকে দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত, যুদ্ধাপরাধী জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা এবং আগে উত্থাপিত ছয় দফা দাবির বাস্তবায়ন। রোববার শাহবাগে আয়োজিত সংবাদ সম্মেলনে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার এ দাবি উত্থাপন করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ইতোমধ্যেই রাজনীতির নামে সহিংসতা বন্ধের দাবিতে কর্মসূচি হাতে নিয়েছে গণজাগরণ মঞ্চ। এসব সহিংসতা বন্ধের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি চলছে, সংগৃহীত গণস্বাক্ষর আগামী ২৬ মার্চ রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার বরাবর প্রদান করা হবে। সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ৫ ফেব্র“য়ারি বিকেল ৪টায় শাহবাগে গণজাগরণ দিবস উপলক্ষে জাগরণ যাত্রা অনুষ্ঠিত হবে। কিন্তু ১৫ লাখ পরীক্ষার্থীর পরীক্ষা যদি ব্যাহত হয় এবং সহিংস রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহার করা না হয়, তবে সেদিন থেকে আবারও শাহবাগে টানা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে গণজাগরণ মঞ্চ। এছাড়া, একই দাবিতে ৬ ফেব্র“য়ারি বিকেলে শাহবাগ থেকে পুরনো ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত মুক্তি অভিযাত্রা বের করা হবে বলেও এ সময় জানানো হয়। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ ড. আবুল বারকাত, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, উদীচীর সহ-সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাকি আক্তার প্রমুখ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *