Connect with us

দেশজুড়ে

রাজৈরে পুলিশের বাধায় এলাকাবাসীর মানববন্ধন কর্মসূচী পন্ড

Published

on

ইব্রাহীম, রাজৈর(মাদারীপুর)সংবাদদাতা: মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে পূর্ব নির্ধারিত মানববন্দন কর্মসূচী পুলিশি বাধায় পন্ড হয়ে গেছে।
জানা যায়, টেকেরহাট স্বরমঙ্গল আলিয়া মাদরাসায় প্রবেশ পথে নির্মিয়মান মুক্তিযোদ্ধা কমপেলেক্সের সিড়ি নির্মাণের পরিকল্পনা করায় টেকেরহাট পীরের দরবারে প্রবেশে মুরিদ, শিক্ষক, শিক্ষার্থী, ও সাধারণ জনগনের যাতায়াতের সমস্যার সৃষ্টি হবে।
এ বিষয়ে উদ্বিগ্ন হয়ে এলাকাবাসী বুধবার সকালে সিড়ি নির্মাণ পরিকল্পনা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূর্চি ঘোষনা করে। কিন্তু সকালে রাজৈর থানা পুলিশের এস, আই, আলমগীর হোসেনের নেত্বত্বে একদল পুলিশ এসে মানববন্ধন কর্মসূচী না করার জন্য উপস্থিত জনসাধারনকে বলেন। এতে স্থানীয় জনগন মানববন্ধন কর্মসূচী পালন না করেই চলে যান।
টেকেরহাটের পীর মাওলানা আবুল হাসান আনসারী জানান, মাদরাসায় প্রবেশ পথে সিড়ি নির্মান করলে সাধারণ জনগন মুরিদ, ও মাদরাসার ছাত্র-ছাত্রীদের যাতায়াতের পথ বন্ধ হয়ে যাবে । অথচ মুক্তিযোদ্ধা কমপেলেক্সের পশ্চিম পাশে অনেক জায়গা রয়েছে সেখানে সিড়ি নির্মান করলে হাজার হাজার জনতা উপকৃত হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *