Connect with us

ফিচার

রাতের আকাশে ৫ গ্রহের বিরল দৃশ্য

Published

on

5-planets

অনলাইন ডেস্ক: যারা রাতের আকাশ দেখতে পছন্দ করেন তাদের জন্য বিরল এক ঘটনা অপেক্ষা করছে। তা হলো সৌরজগতের পাঁচটি গ্রহ একসঙ্গে আকাশে দেখতে পারবেন তারা। গ্রহগুলো হচ্ছে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি । চলতি মাসের ২৮ থেকে আগামী মাসের ১০ তারিখের মধ্যে ভোরের দিকে এ ঘটনা ঘটবে। প্রায় এগারো বছর আগে সর্বশেষ এমন বিরল দৃশ্য দেখা গিয়েছিল। খবর টাইমস অব ইন্ডিয়ার

সাধারণত আকাশে একসঙ্গে এত সংখ্যক গ্রহ চোখে পড়ার ঘ্টনা ঘটে না। অনেক দিন পর পর এ ধরনের বিরল ঘটনা ঘটে থাকে। সর্বশেষ ২০০৪ সালের ১৫ ডিসেম্বর থেকে ২০০৫ সালের ১৫ জানুয়ারির মধ্যে এ ঘটনা ঘটেছিল। চলতি বছরের আগস্টে ফের এই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। তখন সন্ধ্যার আকাশে ওই পাঁচটি গ্রহ একসঙ্গে দৃশ্যমান হবে।

এ বিষয়ে ‘স্পেস’ নামে একটি এনজিও’র প্রতিষ্ঠাতা সদস্য সি ভি দেবগান বলেন, ‘টেকনিক্যালি উক্ত গ্রহগুলোকে জানুয়ারির ২০ তারিখ থেকে ফেব্রুয়ারির ২০ তারিখের মধ্যে সকালের দিকে আকাশে দেখা যায়। তবে পাঁচটি গ্রহকে ভালোভাবে একত্রে দেখা যায় জানুয়ারি ২৮ থেকে ফেব্রুয়ারির ১০ তারিখের মধ্যে। এদেরকে একসঙ্গে দেখার জন্য সেরা সময় হচ্ছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ।’

তিনি আরো বলেন, ‘ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মার্কারি দিগন্তে একটু বড় হিসেবে অাবির্ভূত হবে। তাই উক্ত সবগুলো গ্রহ ভালোভাবে দৃশ্যমান হবে সূর্যোদয়ের এক ঘণ্টা অাগে।’

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *