Connect with us

দেশজুড়ে

রাবিতে ছয়টি হাতবোমা বিস্ফোরণ, আটক ১

Published

on

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছয়টি ককটেল বিস্ফোরণ করছে দুর্বৃত্তরা। গত কাল বুধবার বেলা ১১টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটে নি।
এদিকে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দিন কলা ভবনের সামনে থেকে শামীম নামে এক চায়ের দোকানদারকে আটক করে মতিহার থানা পুলিশ।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, আতঙ্ক ছড়ানোর জন্য সকাল থেকেই নাশকতার চেষ্টা করছে দুর্বৃত্তরা। দ্বিতীয় বিজ্ঞান ভবনের ছাদে ও পাশে, শহীদুল্লাহ কলা ভবনের সামনে এবং টুকিটাকি চত্বরে ককটেল বিস্ফোরণ হয়েছে। নাশকতাকারীদের কাউকে চিহ্নিত করা যায় নি। তবে ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে এর আগে সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের ফটকের সামনে থেকে একটি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের অনির্দিষ্টকালের ধর্মঘটের পাশাপাশি বুধবার থেকে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের ডাকে দুইদিনের ধর্মঘট চলছে।
এদিকে শিবিরের ডাকা ধর্মঘটের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল বের করেছে রাবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টুকিটাকি চত্বরে গিয়ে শেষ হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *