Connect with us

গাজীপুর

কাপাসিয়ায় ৪ ভূয়া সাংবাদিক আটক

Published

on

vuwa pressকাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে গত রোববার বিকেলে ৪ ভূয়া সাংবাদিককে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- জয়দেবপুরের শিমুলতলী এলাকার মৃত আমজাত হোসেনের ছেলে মো. মোতাহার হোসেন, গাজীপুরের পশ্চিম ভুরুলিয়ার মৃত ইসাক আলীর ছেলে সুমন আহমেদ, জয়দেবপুর সামন্তপুররের নাজিমুদ্দিনের ছেলে মো. আমজাত হোসেন ও জয়দেবপুরের ভাগলবাড়ীর আব্দুল হাকিমের ছেলে আতাউর রহমান।
কাপাসিয়ার ইউএনও মো. আনিসুর রহমান জানান, আমি এসিল্যান্ডের চার্জে থাকায় রোবাবার বিকেলে ৪ জন লোক সাংবাদিক পরিচয়ে আমার সাথে একটি নামজারীর সংক্রান্ত মিসকেস নিয়ে আমার অফিসে কথা বলতে চায়। কিন্তু কোন অ্যাসাইনম্যান্ট না থাকা সত্তে¡ও তারা ভিত্তিহীন কথা বলে প্রথম থেকেই আমাকে চার্জ করছিল। তাছাড়া আমাকে না জানিয়ে তাদের একজন (এম টিভির ) লগো সম্বলিত মাইক্রোফোন ব্যবহার করে আমার কথা ভিডিও করছিল। তাদের কথাবার্তা,আচরণ ও গতিবিধি সন্দেহজনক মনে হলে আমি তাদের চ্যালেঞ্জ করলে এক পর্যায়ে তাদের মধ্যে ৩ জন সাংবাদিক নয় বলে স্বীকার করে। পরে থানায় সংবাদ দিয়ে তাদের ৪ জনকেই পুলিশের হাতে সোপর্দ করা হয়।
ভুয়া সাংবাদিকদের দল নেতা মো. মোতাহার হোসেন জানায়, তারা কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের সিংগুয়া গ্রামের উত্তমবাবু এবং নির্মল বাবুর মধ্যকার নামজারির মিসকেস নিয়ে কথা বলতে ইউএনও অফিসে যাই। বিবাদী নির্মল বাবু আমাদেরকে বলে যে নির্ধারিত তারিখের পূর্বেই বাদীর পক্ষে রায় দিয়ে দেওয়া হয়েছে। আমরা ইতিপূর্বে আর কোনদিন এ জাতীয় কাজ করিনি। তাই হয়ত আমাদের ভুল হয়ে গেছে।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক জানান, আটককৃতদের কেউই প্রকৃত সাংবাদিক নয়। তাদের প্রকৃত পরিচয় জানার জন্য কাপাসিয়া ও গাজীপুরসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সাথে যোগাযোগ করেও তাদের সঠিক পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা নেয়া হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *