Connect with us

দেশজুড়ে

লক্ষীপুরে জনতার পিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

Published

on

lakshmipur-picলক্ষীপুর প্রতিনিধি: লক্ষীপুরের কমলনগরে গণপিটুনিতে মো.আবুল হোসেন (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে পুলিশের দাবি সে ডাকাতদলের সক্রিয় কর্মী ছিল।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে লক্ষীপুর সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এর আগে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নে ডাকাতি করতে গেলে আবুল হোসেন গণপিটুনির শিকার হয়।
নিহত আবুল হোসেন নোয়াখালী জেলার সুধারাম থানার আন্ডার চর এলাকা বাসিন্দা মৃত আবদুল হকের ছেলে।
স্থানীয়রা জানায়, গভীর রাতে একদল ডাকাত চর কাদিরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিরাজের বাড়িতে ডাকাতি করতে গেলে স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে গুরুতর আহত করে।
কমলনগর থানার উপ পরিদর্শক (এসআই) মো. মোস্তফা জানান, স্থানীয়দের গণপিটুনিতে আহত ডাকাত আবুল হোসেনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে লক্ষীপুর সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ জানান, ওরা তিন জন চুরি করতে গেল আবুল হোসেন গণপিটুনির শিকার হয়। এসময় তার সহযোগীরা পালিয়ে যায়। তবে আবুল হোসেন চিহিৃত ডাকাত বলে শোনা যাচ্ছে। নোয়াখালীসহ আশে পাশের বিভিন্ন থানায় তার ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে। তার মৃতদেহ লক্ষীপুরসদর হাসপাতাল মর্গে রয়েছে।
নোয়াখালীর সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, আবুল হোসেনের মৃত্যুর বিষয়টি কমলনগর থানা থেকে জানানো হয়েছে। তবে তার বিরুদ্ধে থানায় কোন মামলা নেই।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *