Connect with us

দেশজুড়ে

লালমনিরহাটে মহাসড়ক সংস্কারের দাবিতে মালিক শ্রমিক ঐক্য পরিষদের সড়ক অবরোধ ও মানববন্ধন

Published

on

dsc01727

লালমনিরহাট প্রতিনিধি: বড়বাড়ী-লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়ক সংস্কারসহ মোস্তফি-মহেন্দ্রনগরের আঞ্চলিক সড়ক সংস্কারের দাবিতে লালমনিরহাটে সোমবার সকাল ১১.০০টা থেকে দুপুর ১.০০টা পর্যন্ত অবরোধ কর্মসূচী পালন করেছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ। লালমনিরহাটের সাথে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সোমবার সকাল থেকেই লালমনিরহাট শহরের মিশনমোড় চত্তরসহ ৫ উপজেলার মহাসড়ক অবরোধ করে তারা। এসময় তারা অবিলম্বে জাতীয় এ মহাসড়কটি সংস্কারের দাবী জানিয়ে অভিযোগ করেন, এ সড়কটি জাতীয় মহাসড়কে ঘোষণা করা হলেও সেমানে নির্মান কাজ করা হয়নি। এছাড়াও দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় বর্তমানে এটি মরণ ফাঁদে পরিনত হয়েছে। স্থবিরতা নেমে এসেছে জেলার স্বাভাবিক চলাফেরা ও স্থলবন্দরের ব্যবসা বাণিজ্যে। প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। বাস-ট্রাক রাস্তায় উল্টে গিয়ে ঘন্টার পর ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। তাই ৭দিনের মধ্যে সড়ক ২টি চলাচলের উপযোগী করা না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন তারা। অবরোধের কারণে যান চলাচল বন্ধ ছিল। দুর্ভোগে পড়ে পথচারীসহ সাধারণ মানুষ। দিনের মধ্যে খানা-খন্দ মহাসড়ক সংস্কার করা না হলে কঠোর কর্মসুচি দেওয়ার হুশিয়ারী দেন বলে জানান। এসময় বক্তব্য রাখেন মটর মালিক সমিতির যুগ্ন-সাধারণ সম্পাদক মতিয়ার রহমানে, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি বীর মুক্তি যোদ্ধা আমিনুল ইসলাম সাধারন সম্পাদক বুলবুল আহম্মেদ প্রমুখ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *