Connect with us

খেলাধুলা

শচীন-সাঈদ আনোয়ারকে ছাড়িয়ে গেলেন যিনি!

Published

on

স্পোর্টস ডেস্ক:
সেঞ্চুরি করাটা তার কাছে বিশেষ কোন ঘটনা নয়। আজকের পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগেও ১৫০ ম্যাচে করেছেন ২১ সেঞ্চুরি। এর বাদে বিশ্বকাপে চার বছর আগেও করেছেন সেঞ্চুরি। তবে, এবারের ১২৬ বলে ১০৭ রানের ইনিংসটাকে বাকি সবগুলোর চেয়ে একটু এগিয়েই রাখতে হচ্ছে বিরাট কোহলিকে। বিশ্বকাপের ইতিহাসে পাকিস্তানে এবারই প্রথম সেঞ্চুরি পেলেন কোন ভারতীয়। এর আগে ২০০৩ সালে সেঞ্চুরিয়নে পাকিস্তানের বিপক্ষে কিংবদন্তী ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার মাত্র দুই রানের জন্য সেঞ্চুরি পাননি। আর ১৯৯২ বিশ্বকাপে অধিনায়ক আজহারউদ্দিন করেছিলেন ৯৩ রান। ফলে, এদিক দিয়ে লিটল মাস্টার ও আজহারউদ্দিনকে ছাড়িয়ে গেলেন কোহলি। কোহলি একই সাথে চলে এসেছেন সাবেক পাকিস্তানি ওপেনার সাঈদ আনোয়ারের পাশেও। শচিনের ৯৮ করার ম্যাচেই তিনি করেছিলেন ১০১ রান। বিশ্বকাপে দু’দলের মুখোমুখি লড়াইয়ে এতোদিন সেটাই হয়েছিল একমাত্র সেঞ্চুরি। এবার সেখানেও শীর্ষে চলে আসলেন কোহলি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *