Connect with us

ঠাকুরগাঁও

শিক্ষিকা আফরোজার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

Published

on

SAMSUNG CAMERA PICTURES

রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর প্রেস ক্লাবের সামনে সোমবার বিকেল সাড়ে ৩ টায় প্রধান শিক্ষিকা আফরোজা বেগমের হত্যার বিচারের দাবিতে মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। শিক্ষিকার আত্মীয় স্বজন, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসি এ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। ভেলাই কারিগরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা বেগমকে ১৬ আগষ্ট তার শ্বশুরালয় হরিপুর উপজেলার গেদুড়া মলানি (মেদ্দাপুকুর)রে নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়। আফরোজার ১১ মাসের একটি কন্যা সন্তান রয়েছে। এ ঘটনায় বজলার রশিদ মানিক, ইউসুফ আলী, ও শ্বাশুড়ী জায়েদা বেগমকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। জেআর নং ৯৬৮/১৬। ঘটনার দিন শ্বাশুড়ী জায়েদা বেগমকে আটক করে থানা পুলিশ জেল হাজতে পাঠান। বাকি আসামীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে মানব বন্ধনে বক্তব্য দেন সহকারী সুপার মোঃ শাহ আলম ভেলাই দাখিল মাদ্রাসা, মামলার বাদি সোহেল রানা, ভেলাই কারিগরি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ রবিউল ইসলাম, শিক্ষিকা সোনালী বেগম,মোঃ ইউনুস আলী প্রমুখ। মানব বন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা হরিপুর, অফিসার ইনচার্জ হরিপুর, হরিপুর প্রেস ক্লাব বরাবরে স্মারক লিপিপেশ করা হয়। হরিপুর থানা অফিসার ইনচার্জ রুহুল কুদ্দুছ মামলা তদন্তাধিন রয়েছে। বাকি আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *