Connect with us

জাতীয়

সাভারও আশুলিয়ায় দুই হাজারেরও বেশি অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন

Published

on

হেলাল শেখ, ঢাকা: ঢাকার সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় দেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে তিতাস ট্রান্সমিশন এ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানীর উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মাদ মোকছেদুর রহমান।
ঢাকার ”সাভার ও আশুলিয়ায় হাজার হাজার অবৈধ গ্যাস সংযোগ” শিরোনামে বাংলাদেশেরপত্র ডটকম ও দৈনিক বাংলার প্রতিদিন পত্রিকাসহ একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ায় গতকাল সোমবার দুপুর থেকে সাভারের তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানীর উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মাদ মোকছেদুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে আশুলিয়া ইউনিয়নের বাসাইদ এলাকায় অবৈধ গ্যাস বিছিন্ন শুরু করা হয়।
মোকছেদুর রহমান সাংবাদিকদের জানান, আশুলিয়ার বাসাইদ এলাকায় রাজু আহম্মেদ নামে এক ব্যক্তি উক্ত এলাকার বিভিন্ন পরিবারের কাছ থেকে প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে প্রায় ২২‘শ পরিবারের রাতের আধারে অবৈধ গ্যাস সংযোগ দিয়েছে।
এসব এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন অভিযানে প্রায় ২২‘শ পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়েছে। এ এলাকায় ৫টি পয়েন্ট মাটির নিচে থাকা গ্যাসের পাইপ তুলে নিয়ে লাইনের গ্যাস সংযোগ বন্ধ করে সিলগালা করা হয়েছে। অবৈধ গ্যাস সংযোগ প্রদানকারী ঠিকাদার রাজুর বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিতাস গ্যাস অফিসের কর্মকর্তারা জানান।
সাভার ও আশুলিয়ায় প্রতিটি এলাকায় এ রকম হাজার হাজার অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। এলাকাবাসীর প্রশ্ন- রাতের আধারে কিভাবে গ্যাস সংযোগ দেয়া যায়? আর কোন খুঁটির জোড়ে এইসব অবৈধ গ্যাস সংযোগ দিয়ে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছে? এলাকাবাসী বলছেন, অফিসের কর্মকর্তারা জড়িত না থাকলে কি করে সম্ভব গ্যাস সংযোগ দেওয়া ? উক্ত অবৈধ গ্যাস সংযোগের ব্যাপারে সরকারের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন এলাকার সচেতন মহল।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *