Connect with us

ঢাকা বিভাগ

সালথায় জমে উঠেছে কাপড়ের বাজার

Published

on

আবু নাসের হুসাইন, :saltha pic (1)
পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ফরিদপুরের সালথায় জমে উঠেছে কাপড়ের বাজার। হাট-বাজার ও গ্রামগঞ্জে দেখা যাচ্ছে হরেক রকমের কাপড়। হাট-বাজারে ক্রেতারা ভীড় করতে শুরু করেছে।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মার্কেট ও হাট-বাজারগুলোতে দেশী-বিদেশী হরেক রকমের কাপড় আমদানী করেছে ব্যবসায়ীরা। পুরুষের তুলনায় মহিলাদের পোশাক বেশি দেখা যায়। হাট-বাজার ও মার্কেটের পাশাপাশি ফেরিওয়ালারা মহিলাদের হরেক রকমের পোশাক নিয়ে গ্রামগঞ্জে ঢুকে পড়েছেন। উপজেলার সদর বাজারসহ ৮টি ইউনিয়নের প্রতিটি হাটে জমে উঠেছে কাপড়ের বাজার। এসব কাপড়ের দোকানে বিভিন্ন ধরনের ক্রেতাদের আনাগোনা করতে দেখা যাচ্ছে চোখে পড়ার মতো। শুরু হয়েছে ক্রেতাদের ভীড়।

সালথা বাজারে আসা এক ক্রেতা বলেন, প্রতিটি পোশাকের দাম আগের চেয়ে অনেক বেশি। বিত্তবানদের ক্ষেত্রে সমস্যা হবে না। কিন্তু নিম্ন পরিবারের জন্য এসব পোশাক কিনতে খুবই কষ্ট হবে। তারপরও তারা ঈদের আনন্দে নতুন পোশাক ক্রয় করবে।

সদর বাজারের এক কাপড় ব্যবসায়ী জানান, ঈদ আসার আগেই প্রতিটা কাপড় ব্যবসায়ী এবছরে বেশি দাম দিয়ে পোশাক আমদানী করেছেন। মাত্র কেনাবেচা শুরু হয়েছে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী প্রয়োজনে আরো পোশাক আনা হবে। আগের তুলনায় এবার বেশি বেচা-কেনা হবে বলে আশা করা হচ্ছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *