Connect with us

ঢাকা বিভাগ

সালথায় ভাষা সৈনিক ফয়জুর রহমানের ইন্তেকাল: সংসদ উপনেতার শোক

Published

on

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধিfoyjur pic
ফরিদপুরের সালথায় ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা মওলানা ফয়জুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর। তিনি স্ত্রী, ৩পুত্র ও এক কন্যা সন্তানসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মওলানা ফয়জুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিকট ‘ফরিদপুরা হুজুর’ নামে পরিচিত ছিলেন। তিনি বায়ান্নর ভাষা আন্দোলন, উনসত্তরের গণআন্দোলন ও মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। পচাত্তর পরবর্তী সময়ে তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারের জন্য আয়োজিত এলাকার বিভিন্ন দোয়া-মাহফিল পরিচালনা করতেন। মরহুম মওলানা ফয়জুর রহমান উপজেলা সদরের ইসলামী ব্যাক্তিত্ব শাহ মোহাম্মদ নুরুল হকের ছেলে। এ ছাড়া তিনি জেলা জজ আদালতের জুরি বিচারক ও পরবর্তীতে ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান ছিলেন।

বাদ আছর সালথা দরগা বাড়ীতে জানাজা শেষে তার লাশ রাষ্টীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মওলানা ফয়জুর রহমানের মৃত্যুতে জাতীয় সংসদের মাননীয় উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এম.পি ও তার জ্যেষ্টপুত্র নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী, বীর মুক্তিযোদ্ধা আয়মান আকবার বাবলু চৌধুরী- শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, উপজেলা প্রেসক্লাব, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন সমূহ সমবেদনা জানিয়েছেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *