Connect with us

দেশজুড়ে

সিরাজদিখানে অটোরিকশাসহ দুই ছিনতাইকারী আটক

Published

on

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: যাত্রী বেশে সিএনজি অটোরিকশায় উঠে চালককে মারপিট করে অটোরিকশা নিয়ে পালাবার সময় স্থানীয়দের হাতে ধরা পড়েছে আন্তজেলা ছিনতাইকারী দলের দুই সদস্য সফিউল তালুকদার(৩২) ও শাহনেওয়াজ তালুকদার (৩০)। গত বুধবার রাতে উপজেলার জৈনসার ইউনিয়নের ভাটিমভোগ বাজারের প্রধান সড়কের কবরস্থান রাস্তায় এ ঘটনা ঘটে। এসময় এক ছিনতাইকারী পালিয়ে যায়। সিরাজদিখান থানার এস আই মো. জাহাঙ্গির হোসেন জানান, সন্ধ্যার পর আলমগীর গাড়িটি ভাড়ায় চালানোর উদ্দেশ্যে বালিগাও বাজারের অটো স্ট্যান্ড হইতে দুস্কৃতিকারীরাসহ সিরাজদিকান উপজেলার ভাটিমভোগ বাজারের আসার কথা বলিয়া ১২০টাকায় মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার কররারবাগ গ্রামের মৃত ইউনোস তালুকদারের ছেলে সফিউল তালুকদার(৩২) ও একই এলাকার মোঃ কাদীর তালুকদারের ছেলে শাহনেওয়াজ তালুকদার, একই গ্রামের পিতা অজ্ঞাত মোঃ লাভলু মিলে সিএনজি অটোরিকশাটি ভাড়া নেয়। উপজেলার জৈনসার ইউনিয়নের ভাটিমভোগ বাজারের প্রধান সড়কের কবরস্থান পাকা রাস্তায় আসলে প্রসাব করার কথা বলে চালককে গাড়ি থামাতে বলে গরায় গামছা দিয়ে প্যাচিয়ে ছুড়ি ধরে ফেলে দেয়। দুস্কিৃতিকাররিা ড্রাইভারকে ফেলে গাড়ি নিয়ে বাজারের সামনে আসতে থাকলে অটো ড্রাইভার পেছনে পেছনে চিৎকার করে আসতে থাকলে এলাকার লোকজন চলে আসলে গাড়ি ফেলে পালিয়ে যাওয়ার সময় জনতা তাদের আটক করে। লৌহজং থানার কররারবাগ গ্রামের সফিউল তালুকদার(৩২) ও শাহনেওয়াজ তালুকদার (৩০), মোঃ লাভলু একই এলাকার অধিবাসি। অটোরিকশা চালক আলমগীরকে সিরাজদিকান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এব্যাপারে সিরাজদিখান থানার ওসি মো. ইয়ারদৌস হাসান বলেন, অটোছিনতাইয়ের ঘটনায় দুইজনকে াআটককরে বৃহস্পতিবার মামলা দেওয়া হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *