Connect with us

আন্তর্জাতিক

সুচি’র জন্য নতুন পদের প্রস্তাব প্রেসিডেন্টের

Published

on

suchiআন্তর্জাতিক ডেস্ক: মায়ানমারে অং সান সু-চি’র রাষ্ট্রীয় উপদেষ্টার পদের জন্য একটি নতুন মন্ত্রণালয় প্রতিষ্ঠার আহবান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট তিন কিয়াউ। দেশটিতে সু চি’র প্রভাব বাড়াতে এ পদক্ষেপ নেয়া হচ্ছে বলে অনেকের ধারণা। তবে এতে ক্ষমতাধর সেনাবাহিনী বিরক্ত হতে পারে।
গত নভেম্বরের নির্বাচনে সু চি’র গণতন্ত্রপন্থী দল ব্যাপক জয় পেলেও সামরিক আমলে প্রণীত সংবিধানের জন্য তিনি প্রেসিডেন্ট হতে পারেননি। তবে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রেসিডেন্টের কার্যালয় মন্ত্রী ও রাষ্ট্র কাউন্সিলরসহ অন্যান্য উর্ধ্বতন পদে অধিষ্ঠিত করা হয়েছে।
দায়িত্ব নেয়ার পর রাষ্ট্রীয় কাউন্সিলর হিসেবে তিনি গত এপ্রিলে বহু রাজবন্দীকে মুক্তির ঘোষণা দেন।
ইংরেজি ভাষার রাষ্ট্রীয় সংবাদপত্র গ্লোবাল নিউ লাইট অব মায়ানমারের খবরে শুক্রবার বলা হয়েছে, জাতীয় ঐক্য, অভ্যন্তরীণ শান্তি, জাতীয় উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারি প্রচেষ্টা জোরদার করার লক্ষ্যে সু চি’র ভূমিকাকে কাজে লাগাতে নতুন এ মন্ত্রণালয়ের প্রস্তাব করা হয়েছে।
আগামী সপ্তাহে এ প্রস্তাবের ওপর পার্লামেন্টে বিতর্ক হবে। তবে সামরিক এমপিরা আলোচনায় প্রস্তাবের বিরোধিতা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। আর অন্যান্য এমপিরা বিস্ময় প্রকাশ করতে পারেন।
পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য বেশিরভাগ বিল পাস করতে সু চি’র ন্যাশনাল লীগ ফর ডেমক্রেসি পার্টির সহজ হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *