Connect with us

দেশজুড়ে

সৈয়দপুর রেল কারখানার ৬ জন সাময়িক বরখাস্ত

Published

on

মাহবুব-উল-হাসান মুকুল, সৈয়দপুর প্রতিনিধি: 
সৈয়দপুর রেলওয়ে কারখানায় শ্রমিকদের কাজে অবেহলায় ঈদে ৮০টি কোচ সরবরাহ অনিশ্চিত হয়ে পড়েছে। কারখানা কর্তৃপক্ষ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রেলমন্ত্রীর চাহিদা মাফিক ৮০টি কোচ মেরামত করে সরবরাহ করার জন্য যখন তৎপর, তখন সে অনুযায়ী শ্রমিকদের সহযোগিতা না পাওয়ায় কার্যকর পদক্ষেপ নেওয়ায় কর্তৃপক্ষের বিরুদ্ধে কিছু রেল শ্রমিক কর্মচারী বিক্ষোভ মিছিল ও কারখানার প্রধান ফটকের সামনে ওয়ার্ক ম্যানেজার (ডাব্লুএম) বহনকারী গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মধ্যাভোজের বিরতি শেষে শ্রমিকরা কারখানায় প্রবেশে বিলম্ব করায় কর্তৃপক্ষ মূল ফটকে তালা লাগিয়ে দেয়। এতে করে প্রায় শতাধিক শ্রমিক উত্তেজিত হয়ে বিক্ষোভ করতে থাকে। এসময় কাখানার ওয়ার্কস ম্যানেজার মূল ফটক দিয়ে কারখানায় প্রবেশের সময় বিক্ষুব্ধ শ্রমিকরা তাকে ও বহনকারী গাড়িতে হামলা চালায় ও ভাংচুর করে। এ ঘটনার প্রেক্ষিতে ৬ জনকে সাময়িক বরখাস্ত করা হয় বলে জানান সৈয়দপুর রেলওয়ে কর্তৃপক্ষ (ডিএস) নূর আহম্মেদ। তিনি আরও জানান, এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।তবে রিপোর্ট লেখা পর্যন্ত কর্তৃপক্ষের সাথে রেল শ্রমিক নেতাদের কোন সমঝোতা বৈঠক হয়নি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *