Connect with us

বিবিধ

সড়কে বাঘের গর্জন

Published

on

রকমারি ডেস্ক:
ব্রিটিশ মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান ট্রাম্প ভারতের বাজারে নতুন একটি স্পোর্টস বাইক ছেড়েছে। অফরোডে চলনসই এই বাইকটির মডেল টাইগার এক্সসিএক্স। ৮০০ সিসির এই বাইকটি অ্যারোডায়ানামিক ডিজাইনে তৈরি। স্পোটি লুকের জন্য ইতোমধ্যে বাইকারদের নজড় কেড়েছে এটি। ট্রাম্পের এই অ্যাডভেঞ্চার বাইকটিতে নরম কাদা মাটি থেকে শুরু করে পাথর, নুড়ি পাথর কিংবা পিচ্ছিল রাস্তায়ও খুব সাবলীল। এটির সামনের ফ্রক এবং পেছনের সাসপেনশন মজবুত এবং ঝাঁকুনি নিরোধক। ফলে এবড়োখেবড়ো সড়কেও মসৃণ গতিতে চলতে পারে। থ্রি সিলিন্ডারের এই স্পোর্টস বাইকটির ইঞ্জিন ১০০ বিএইচপি ঘূর্ণন তৈরি করতে পারে। এটির দু’চাকায় স্পোক রিম সংযোজন করা হয়েছে। এতে অত্যাধুনিক এন্টি লক ব্রেকিং সিস্টেম আছে। বাইকটিতে তিনটি রাইডিং মোড রয়েছে। আছে থ্রটল ম্যাপিং, ট্রাকশন কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল এবং ড্রাইভ বাই ওয়ার এক্সিলেটর। বাইকটির সিট যেকোনো উচ্চতার মানুষের তৈরি। এটির সিট স্পোর্টস বাইকের মত করে তৈরি করা হয়েছে। ফলে বাইকটি চালানোর সময় কিছুটা সামনের দিকে ঝুঁকে চালাতে হয়। বাইকটি চোখের পলকে গতির ঝড় তুলতে পারে। মাত্র চার সেকেন্ডে বাইকটি ০ থেকে ১০০ কিলোমিটার গতি তুলতে পারে। সেকেণ্ডের ভগ্নাংশেরও কম সময়ে এটির গিয়ার পরিবর্তন করা যায়। এক সেকেণ্ডের মধ্যেই এটির সবগুলো গিয়ার ফেলে টপ গিয়ারে নিয়ে যাওয়া যায়। বাইকটিতে ছয়টি গিয়ার আছে। ভারতের বাজারে ট্রাম্প টাইগার এসসিএক্স এর মূল্য ১২ লাখ ৭০ হাজার রুপি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *