Connect with us

জাতীয়

হরতাল-অবরোধে বাধাগ্রস্ত হচ্ছে ‘বিরল বিদ্যুৎ উপকেন্দ্রের সূচনা

Published

on

power gridদিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর জেলার বিরল উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন বিদ্যুৎ উপকেন্দ্রের নির্মাণ কাজ শতভাগ সম্পন্ন হলেও, এখনও উপকেন্দ্রটি চালু করা সম্ভব হয়নি। আর এব্যপারে দেশে চলমান রাজনৈতিক অস্থিরতাকেই দায়ী করছেন কর্তৃপক্ষ। তাদের মতে, হরতাল আর অবরোধের কারণে যন্ত্রপাতি সরবরাহ সাঠিকভাবে না করতে পারায় বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন শুরু করা যাচ্ছে না। তবে শীঘ্রই এর উৎপাদন শুরু করা যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।২০১৩ সালের ৩ জুলাই উপজেলার ৩নং ধামইড় ইউনিয়নে ৩৩ শতাংশ জমির উপর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতায় ‘রুরাল ইলেকট্রিফিকেশন আপগ্রেডেশন প্রকল্প’ জাইকা’র অর্থায়নে, বিরল ৩৩/১১ কেভি, ১০ এমভিএ, উপকেন্দ্রেটির নির্মাণ কাজ শুরু হয়েছিল।
এদিকে উপকেন্দ্রটি চালু হওয়ার অপেক্ষায় প্রহর গুনছেন এ এলাকার হাজারো জনগণ। বিদ্যুৎকেন্দ্রটি চালু হলে ইরি মৌসুমে বিদ্যুতের লোড শেডিং দূর হওয়াসহ লো-ভোল্টেজকে ফুল ভোল্টেজে রূপান্তর, উপজেলার যেসব এলাকায় এখনও বিদ্যুৎ পৌঁছায়নি সেসব এলাকায় বিদ্যুতের সংযোগ দেওয়া সম্ভব হবে। এতে বিরল উপজেলাসহ আশেপাশের এলাকার কৃষিক্ষেত্রে অভুতপূর্ব সাফল্য অর্জিত হবে বলে আশাবাদ প্রকাশ করেন এলকাবাসী। এ ব্যাপারে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী মোহাম্মদ আলী জানান, “হরতাল ও অবরোধের কারণে খুলনা ওয়্যার হাউজ থেকে ৩৩ কেভি এসইআর নিয়ে আসা সম্ভব হচ্ছে না। তবে ৩৩ কেভি এসইআরটি দ্রুত নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে।” আর এটি এসে পৌঁছালেই উপকেন্দ্রটি চালু করা হবে বলেও জানান তিনি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *