Connect with us

দিনাজপুর

হিলিতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

Published

on

রাসেল হাসান, হাকিমপুর প্রতিনিধি : 

হাকিমপুরের হিলিতে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, সুধীজন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে দিনাজপুর জেলার নবাগত জেলা প্রশাসক (ডিসি) মীর খায়রুল আলম।

উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার বিকাল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে উপজেলার বিভিন্ন স্থাপনা ও কর্মকান্ড নিয়ে অবহিত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন মন্ডল, পৌরমেয়র শাখাওয়াত হোসেন শিল্পি, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমান, আলিহাট ইউপি চেয়ারম্যান শাহ আলম, বুয়ালদাড় ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুস সাত্তার মন্ডল, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক শাহিনুর রেজা শাহীন, হিলিস্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন, উপজেলা ক্রিড়া সংস্থার সম্পাদক জামিল হোসেন চলন্ত, হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ্য সিরাজুল ইসলাম প্রমুখ।

বিকাল সাড়ে ৪টায় মতবিনিময় সভা শেষ হয়। পরে নবাগত জেলা প্রশাসক হিলি স্থলবন্দরের পন্য প্রবেশ গেট জিরোপয়েন্ট এলাকা পরিদর্শন করেন। এর আগে বিকাল ৩টায় জেলা প্রশাসক হাকিমপুর উপজেলা পরিষদে আসলে তাকে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও ব্যাবসায়ীদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *