Connect with us

দিনাজপুর

হিলিতে সাড়ে ৪ লাখ পিছ নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার, আটক ২

Published

on

Hilli News 03 07 2016হিলি প্রতিনিধি: হিলি সীমান্তের বুয়ালদাড় গ্রামে গতকাল ভোররাতে অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে আনয়ন করা ভারতীয় আমদানি নিষিদ্ধ ৪লাখ ৪১ হাজার ৯শ ১৮ পিছ গরুমোটাতাজাকরন, যৌনউত্তেজক ও বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুর রফিক জানান, ভারতীয় ট্যাবলেটের বড় একটি চালান চোরাকারবারী দল সীমান্ত অতিক্রম করে দেশের অভ্যন্তরে নিয়ে আসছে এমন সংবাদ পেয়ে রোববার ভোররাতে নায়েক হান্নানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্তের বুয়ালদাড় গ্রামে অভিযান চালায়। এসময় চোরাকারবারীদল বিজিবির উপস্থিতী টের পেয়ে ২টি বড় কাগজের কার্টুন ফেলে পালিয়ে যায়। পরে কার্টুন দুটি থেকে গরুমোটাতাজাকরন প্রাকটিন ট্যাবলেট ২লাখ ৫২ হাজার, সিটম্যাক্য্র ৬০ হাজার, ব্যাথানাশক সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ১লাখ, পেইন কামএইচ ১৪ হাজার ৫শ৬০, যৌনউত্তেজক সেনেগ্রা ট্যাবলেট ৩ হাজার ৫শ৬০ পিছ, ভিটামিন জাতীয় ট্যাবলেট প্রভিট-১২ ১০ হাজার, নেশাজাতীয় এভিল ৮শ২৫, প্যারাগন ১শ৫৬, নেশাজাতীয় টিটেনাস ইনজেকশন ৬শ৭০, মিরাক ১শ৪৭ পিছসহ সর্বমোট ৪লাখ ৪১ হাজার ৯শ ১৮ পিছ ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলির সিজার মূল্য ৯৫ লাখ ৫৮ হাজার ৮শ ৭১ টাকা। ট্যাবলেটগুলি হিলি শুল্কগুদামে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।
অপরদিকে হিলি সিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা রোববার ভোররাতে হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩শ৫০পিচ ফেনসিডিলসহ ফকিরপাড়া এলাকার জুলেখা বেগম (২৭) ও ইয়াছিন আরাফাত (২৫) কে আটক করে। পরে তাদের হাকিমপুর থানায় সোপর্দ করা হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *