Connect with us

বিবিধ

হেযবুত তওহীদের আমীরের করা মানহানী মামলা জামিন নিলেন বৈশাখী টিভির মঞ্জুরুল আহসান বুলবুল

Published

on

আদালত প্রতিবেদক:
হেযবুত তওহীদের আমীর মসীহ উর রহমানের করা একটি মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন বৈশাখী টিভির সিইও মঞ্জুরুল আহসান বুলবুলসহ তিন কর্মকর্তা। মামলা সূত্রে জানা যায়, হেযবুত তওহীদের আদর্শগত সুনাম নষ্ট করার উদ্দেশে গত ২০১২ সালের ২০ নভেম্বর হেযবুত তওহীদের ফেনী শাখার সদস্যা আইনুন্নাহার রতœা’র পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে বেসরকারি টিভি চ্যানেল বৈশাখী পরিকল্পিতভাবে একটি মিথ্যা কাহিনী সাজিয়ে মানহানীকর সংবাদ প্রতিবেদন প্রকাশ করে। একই দিনে রাত এগারোটায় উপস্থাপক কামরান করিম এর উপস্থাপনায় টকশোতে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। প্রতিবেদনটিতে বলা হয় আইনুন্নাহার পরিবার থেকে পালিয়ে গিয়ে হেযবুত তওহীদের ‘সুইসাইড স্কোয়াড’ এ যোগ দিয়েছেন। বৈশাখী টিভি’র এই মিথ্যা সংবাদের আপত্তি জানিয়ে ২১ নভেম্বর বৈশাখী টিভি চ্যানেল বরাবর প্রতিবাদলিপি পাঠান হেযবুত তওহীদের আমীর। প্রতিবাদলিপিটি উপেক্ষা করায় আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। তথাপিও প্রতিষ্ঠানটি প্রতিবাদ সম্প্রচার না করায় হেযবুত তওহীদের আমীর আদালতের শরণাপন্ন হলে আদালত বাদীর আবেদন তদন্তের জন্য সিআইডি’তে প্রেরণ করেন। সিআইডি আদালত থেকে প্রাপ্ত মামলার আরজি ও আদালতের আদেশ পর্যালোচনা করে সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করাসহ ব্যাপক তদন্ত করে বাদীর আবেদনের সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করলে আদালত সিআইডি’র তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে গত ২১/০৫/২০১৫ তারিখে সকল আসামিদের প্রতি সমন জারী করেন। আদালত থেকে প্রেরিত সমন পেয়ে গত ১৩/০৭/২০১৫ তারিখে বৈশাখী টিভি চ্যানেলের সিইও মঞ্জুরুল আহসান বুলবুল, প্রতিবেদক দ্বীপ আজাদ ও উপস্থাপক কামরান করিম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন এবং অপর দু’জন আসামি আদালতে অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *