Connect with us

খেলাধুলা

৭০০তম জয় সেরেনার

Published

on

s-6স্পোর্টস ডেস্ক:
টেনিস ক্যারিয়ারে ৭০০তম ম্যাচ জিতে এক অনন্য নজির গড়লেন সেরেনা উইলিয়ামস। বুধবার মিয়ামি ওপেনের কোয়ার্টার ফাইনালে জার্মানির সেবিন লিসিকি’কে ৭-৬, ১-৬, ৬-৩ সেটে পরাজিত করে টুর্নামেন্টের সেমিফাইনালে উত্তীর্ণ হলেন যুক্তরাষ্ট্রের এই কৃষ্ণকলি। সেরেনা উইলিয়ামস সেমিতে রোমানিয়ার সিমোনা হালেপ’র মোকাবেলা করবেন। কোয়ার্টারে স্লোয়ান স্টিফেনসকে ৬-১, ৭-৫ এর সরাসরি সেটে পরাজিত করে সেমিতে উত্তীর্ণ হন হালেপ। এর আগে গত মাসের শুরুতে ইন্ডিয়ান ওয়েলস’র সেমিফাইনালে সেরেনা-হালেপ জুটি পরস্পর মুখোমুখি হয়। তবে হাঁটুর ইনজুরির কারণে সেরেনা উইলিয়ামস নিজেকে প্রত্যাহার করে নেয়ায় ফাইনালে চলে যান হালেপ। সেরেনা ও হালেপ দুজনই রয়েছেন দুর্দান্ত ফর্মে। প্রতিযোগিতামূলক শেষ ১৯ ম্যাচে অপরাজিত রয়েছেন সেরেনা। অপরদিকে শেষ ২৬ ম্যাচে হালেপে’র জয়-পরাজয়ের ব্যবধান ২৪-২। ডব্লিউটিএ’র ইতিহাসে অষ্টম টেনিস তারকা হিসেবে ৭০০তম ম্যাচ জয়ের রেকর্ড গড়লেন সেরেনা উইলিয়ামস। ৭০০তম জয়ে দারুণ উচ্ছ্বসিত যুক্তরাষ্ট্রের টেনিস-কন্যা সেরেনা উইলিয়ামস। ম্যাচ শেষে প্রমীলা টেনিসেরর্ যাং কিংয়ে শীর্ষে থাকা সেরেনা বলেন, ‘ভাবতেই অবাক লাগছে আমি ৭০০ ম্যাচ জিতেছি। আমি শুধু মাঠে নেমে নিজের সেরা খেলাটা খেলতে চেয়েছি। সব সময় ইতিবাচক থাকতে চেয়েছি এবং জয়ের জন্য আপ্রাণ চেষ্টা করেছি।’ এর আগে মঙ্গলবার ক্যারিয়ারের ৫০০তম জয় তুলে নেন বৃটিশ তারকা অ্যান্ডি মারে। কোয়ার্টারে দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনকে ৬-৪, ৩-৬ ও ৬-৩ ব্যবধানে পরাজিত করে মিয়ামি ওপেনের ফাইনালে ওঠেন মারে। প্রথম বৃটিশ ও ৪৬তম খেলোয়াড় হিসেবে তিনি ৫০০তম জয় লাভ করেন। প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে সিঙ্গাপুর ওপেনের গ্রুপ পর্বে সেরেনা উইলিয়ামসকে হারানোর রেকর্ড রয়েছে সিমোনা হালেপ’র। তবে ফাইনালে হালেপকে ৬-৩, ৬-০ ব্যবধানে বিধ্বস্ত করেন সেরেনা।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *