Connect with us

দেশজুড়ে

২ বছর পর ৫ বাংলাদেশি কিশোরকে বেনাপোল দিয়ে হস্তান্তর

Published

on

19----------- copyকামাল হোসেন, বেনাপোল: বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া ৫ বাংলাদেশি কিশোরকে উদ্ধারের ২বছর পর হস্তান্তর করেছে ভারত সরকার।মঙ্গলবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে এদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে সোপর্দ করে।

ফেরত আসা কিশোররা হলো, বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার শাইকভাঙ্গা গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে নাসির শেখ(১০),ফকিরবাসি গ্রামের খোকন ফকিরের ছেলে রাহুল(১০),ভাঙ্গা গ্রামের আযাহার ফারাজির ছেলে জাহিদ(১৫),সাতক্ষীরা জেলার আশাশুন উপজেলার মোজঘোরখালী গ্রামের শিবপদ মন্ডলের ছেলে শান্তনা মন্ডল(১৩) ও ভোলা জেলার লালমোহন উপজেলার পাঙ্গাসী গ্রামের সেলিমের ছেলে শামিম(১২),

বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনের ওসি তদন্ত মমিনুর রহমান জানান,ফেরত আসা কিশোরদেরকে বাংলাদেশ মহিলা আইনজিবী সমিতির হাতে তুলে দেওয়া হয়েছে। পরবর্তীতে তারা অবিভাবকদের কাছে পৌছে দেবে।

বাংলাদেশ মহিলা আইনজিবী সমিতির কর্মকর্তা জানান,অভাবী পরিবারের সরলতার সুযোগ নিয়ে এসব কিশোরদের ভালো কাজ দেওয়ার নাম করে পাচারকারীরা সীমান্ত পথে ভারতে নিয়ে যায়।পরবর্তীতে ভালো কাজের প্রতিশ্রতি ভঙ্গ করে বিভিণœ ঝুকিপূর্ণ কাজে তাদের লিপ্ত করে। খবর পেয়ে ভারতীয় পুলিশ তাদের উদ্ধার করে আদালতে পাঠায়। সেখান থেকে বেঙ্গলরের নগরবার সিগনাল নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে।পরবর্তীতে দু দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের যোগাযোগের মাধ্যমে ট্রাভেল পারমিটে তাদের ফেরত পাঠায়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *