Connect with us

চট্রগ্রাম

চিটাগাং পুলিশ ইনস্টিটিউশনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সম্পন্ন

Published

on

DSC_0345চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক পরিচালিত নগরীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান চিটাগাং পুলিশ ইনস্টিটিউশন এর প্রাঙ্গনে ২০১৬ সনের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বুধবার সকাল ১১ টায় সময় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহা. আবদুল জলিল মন্ডল, বিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) এ কে এম শহিদুর রহমান পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) ফারুক আহমদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ-উল-হাসান, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মোয়াজ্জেম হোসেন ভুইঁয়া, উপ-পুলিশ কমিশনার (সরবরাহ ও পরিবহন) হাসান মো. শওকত আলী, স্কুলের প্রধান শিক্ষক মো. আখতার হোসেন প্রমুখ। মাওলানা মোহাম্মদ জিয়াউর রহমান পবিত্র কোরআন তেলাওয়াত করার মাধ্যমে অনুষ্ঠান শুরু করার পর আমন্ত্রিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়ে বক্তব্য রাখেন। পুলিশ কমিশনার মহোদয় তাহার বক্তব্যে বলেন সরকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে বেশ সুনাম অর্জন করেছেন। তারই ধারাবাহিকতায় শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য নতুন শিক্ষানীতি প্রণয়ন-বাস্তবায়ন, যথাসময়ে প্রাথমিক সমাপনী, জেএসসি ও এসএসসিসহ সকল পাবলিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করে সেশনজট দূর করেছেন। সুতরাং যেকেউ ইচ্ছাশক্তিকে কাজে লাগালে অর্ধেক সফলতা নিশ্চিত করতে পারে। স্কুল জীবনের বিদায়ের এই লগ্নে এসএসসি পরীক্ষার্থীদের জীবনে আলোকিত মানুষ হওয়ার প্রত্যয় নিতে হবে। কারণ বিদায় কষ্টের হলেও উজ্জ্বল ভবিষ্যতের আশায় আনন্দের। আশা করি তোমরা জীবনে কঠোর পরিশ্রমের মাধ্যমে কাক্সিক্ষত ফলাফল অর্জন করে সামনের দিকে এগিয়ে যাবে।” তিনি বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি বৃদ্ধির জন্য শৃঙ্খলা, নীতিনৈতিকতার প্রতি নজর দিয়ে আরো যতেœর সাথে শ্রেণিতে পাঠদানের জন্য শিক্ষকদের অনুরোধ জানান। বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম শহিদুর রহমান তাঁর বক্তব্যে পাবলিক পরীক্ষায় কাক্সিক্ষত ফলাফল অর্জনের জন্য চিটাগাং পুলিশ ইনস্টিটিউশনকে ম্যানেজিং কমিটির পক্ষ থেকে সকল রকম সহযোগিতা ও ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন। সভায় সভাপতি মো. আখতার হোসেন এসএসসি পরীক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ, অভিভাবকসহ সকলে সময় দিয়ে অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনের দায়িত্বে ছিলেন সিনিয়র শিক্ষক মিসেস উম্মে হাবীবা চৌধুরী, সহকারী শিক্ষক রাজেষ বড়ুয়া ও নাদিরা পারভীন। এতে প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *