Connect with us

ঠাকুরগাঁও

পূন:নির্বাচনে ঠাঁকুরগাও পৌরমেয়র বিএনপি প্রার্ধী ফয়সাল আমিন

Published

on

ফয়সাল আমিনঠাকুরগাঁও প্রতিনিধি: পুন:ভোটে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের ছোট ভাই মির্জা ফয়সল আমিন বেসরকারিভাবে ঠাকুরগাঁও পৌর মেয়র নির্বাচিত হয়েছেন।  জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলে রাব্বী বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ অনুষ্ঠিত ভোটে স্থগিত ৩টি ভোট কেন্দ্রে বিএনপির প্রার্থী মির্জা ফয়সাল আমিন ধানের শীষে মোট ভোট পেয়েছেন ২ হাজার ৮৬৭ ভোট, নিকটতম প্রার্থী আওয়ামী লীগের তাহমিনা আক্তার মোল্লা নৌকায় মার্কায় ভোট পেয়েছেন ৯৭৬ ভোট। এই ৩টি কেন্দ্রে ভোটারের সংখ্যা ছিলো ৬হাজার ৩শ ৬১।
১২ জানুয়ারি পুনঃভোটে ব্যাপক কড়া নিরাপত্তার মধ্যদিয়ে ভোটগ্রহণ করা হয়। প্রতিটি কেন্দ্রে একজন নির্বাহী মেজিস্ট্রেটের সাথে পুলিশ বিজিবি র‌্যাব সার্বক্ষণিক পাহাড়া দেন। ফলে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এর আগে ৩০ ডিসেম্বর রাতে ঠাকুরগাঁও সদর পৌরসভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সাল আমিনকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। তিনি ধানের শীষ প্রতীকে ১৫৭৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত তাহমিনা আক্তার মোল্লা নৌকা প্রতীকে পান ১০৭০১ ভোট।

বিএনপি প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করায় সেদিন রাত ১১টা পর্যন্ত জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, প্রিজাইডিং অফিসারসহ স্থানীয় অর্ধশতাধিক সাংবাদিককে অবরুদ্ধ করে রাখে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

উল্লেখ্য, ভোটকেন্দ্রে হামলা, ব্যালট বাক্স ভাঙচুর, ব্যালট পেপার ছিনতাই ও অবৈধভাবে সিল মারার অভিযোগে ঠাকুরগাঁও পৌরসভার পলিটেকনিক ইনস্টিটিউট, গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারি মহিলা কলেজ (পুরুষ) কেন্দ্রের ভোটের ফলাফল স্থগিত করা হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *