Connect with us

বিবিধ

গ্যালাক্সি নোট সেভেন নিয়ে বিপাকে স্যামসাং, বিক্রি স্থগিত

Published

on

noteseven6অনলাইন ডেস্ক: স্যামসাং তাদের সর্বশেষ স্মার্টফোন গ্যালাক্সি নোট সেভেনের বিক্রি স্থগিত ঘোষণা করেছে। ইতোমধ্যে বিক্রি হওয়া সেটগুলো তারা ক্রেতাদের কাছ থেকে ফেরত নিয়ে নিচ্ছে। স্মার্টফোনের ব্যাটারি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যাওয়ার কয়েকটি ঘটনার পর এই পদক্ষেপ নিল স্যামসাং। যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া থেকে এরকম কয়েকটি ঘটনার খবর পাওয়া গেছে।
স্যামসাং জানিয়েছে, যারা ইতোমধ্যে এই ফোন কিনেছে, তারা এটির বদলে নতুন ফোন পাবেন। দু সপ্তাহ আগে গ্যালাক্সি নোট সেভেন বাজারে ছাড়া হয়। স্যামসাং বলছে, যে পঁচিশ লক্ষ ফোন ইতোমধ্যে বিক্রি হয়েছে তার মধ্যে কোনগুলোতে সমস্যা আছে, তা বলা মুশকিল। তাই এই পদক্ষেপ নেয়া হয়েছে।
স্যামসাং এর মোবাইল বিজনেসের প্রধান কোহ ডং জিন বলেন, ক্রেতাদের নিরাপত্তা তাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
এ পর্যন্ত গ্যালাক্সি নোট সেভেনের ব্যাটারি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যাওয়ার ঘটনা জানা গেছে মাত্র ৩৫টি। কিন্তু স্যামসাং এর জন্য এসব ঘটনা খুবই বিব্রতকর। কারণ তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যাপলও যখন এক নতুন আইফোন বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে, তখনই এ ঘটনা ঘটলো।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *