Connect with us

বিবিধ

বিবিসি’র ওয়েবসাইটে হ্যাকারদের আক্রমণ

Published

on

BBC+Back+online

প্রযুক্তি ডেস্ক: সাইবার আক্রমণের শিকার হয়েছিল ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন- বিবিসি। ‘ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস (ডিডিওএস)’ আক্রমণের কারণে বৃহস্পতিবার সকাল থেকে অ্যাক্সেস করা যাচ্ছিল না bbc.co.uk ডোমেইনের অধীনে থাকা সাইটগুলো।

বিশ্বে সবচেয়ে নির্ভরযোগ্য সংবাদমাধ্যমগুলোর অন্যতম বলে বিবেচিত বিবিসি তাৎক্ষণিক এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল ৭টা (বাংলাদেশ সময় বেলা ১টা) থেকে ডিডিওএস আক্রমণের কারণে সংবাদমাধ্যমটির একাধিক সাইট ও ডিজিটাল সেবা অফলাইনে চলে যায়। তবে সকাল সাড়ে ১০টা নাগাদ ওই জটিলতার সমাধান করা হয়।

কিছু লিংক লোড হতে তুলনামূলক বেশি সময় লাগলেও বিবিসির সিংহভাগ সেবা এবং পেইজ এখন অনলাইনে ফিরেছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস।

প্রাথমিক অবস্থায় ‘যান্ত্রিক জটিলতার’ কারণে সাইটগুলো অফলাইনে রয়েছে বলে টুইট করে জানিয়েছিল বিবিসি।

মূল ওয়েবসাইটের পাশাপাশি সাইবার আক্রমণের ভুক্তভোগী হয়েছিল আইপ্লেয়ার রেডিও অ্যাপসহ বিবিসির একাধিক ডিজিটাল সেবা।

অফলাইন থাকা অবস্থায় বিবিসির মূল সাইট অ্যাক্সেস করার চেষ্টা করলে ‘এরর কোড: ৫০০’ দেখতে পাচ্ছিলেন ব্যবহারকারীরা। নির্দিষ্ট কিছু পেইজ মাঝেমাঝে লোড হলেও বিবিসি সেবার সিংহভাগই ছিল অফলাইনে।

টুইটারে বিবিসি অ্যাক্সেস করতে পারছেন না বলে নিশ্চিত করেছিলেন সংবাদমাধ্যমটির নিজস্ব কর্মী রোরি সিলান-জোনস। “আমি অফিসে যাবার পথে টিউব ট্রেইনে আছি আর এর মধ্যেই বিবিসির ওয়েবসাইট নিয়ে জটিলতার অভিযোগ পাচ্ছি।”–টুইট করে জানান তিনি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *