Connect with us

বিবিধ

ফেসবুকের সঙ্গে বৈঠক করতে এ মাসে সিঙ্গাপুর যাচ্ছেন তারানা হালিম

Published

on

tarana halimঅনলাইন ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম ফেসবুক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে সিঙ্গাপুর যাচ্ছেন। বৈঠকে তিনি বাংলাদেশে একটি অ্যাডমিন প্যানেলের জন্য ফেসবুকের সঙ্গে চুক্তির বিষয়টি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন।

তারানা হালিম বার্তা সংস্থা বাসসের সঙ্গে আলাপকালে জানান, ফেসবুক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে এ মাসেই সিঙ্গাপুর যাচ্ছেন তিনি। সেখানে তিনি মাইক্রোসফ্ট ও কয়েকটি টেলিযোগাযোগ কোম্পানিও পরিদর্শন করবেন।

তিনি বলেন, আমরা ফেসবুকের সঙ্গে একটি চুক্তিতে উপনীত হতে এবং বাংলাদেশে সামাজিক টেনওয়ার্কিং সাইটের জন্য একটি এডমিন প্যানেল করার চেষ্টা করছি। তিনি বলেন, আমরা দীর্ঘ মেয়াদী দুটি লক্ষ্যই অর্জন করতে চাই।

ডাক ও টেলিযোগাযোগ কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী দুসপ্তাহের সফরে আগামী ১০ জানুয়ারি সিঙ্গাপুর ও মালয়েশিয়া যাবেন। ফেসবুকের সঙ্গে চুক্তি স্বাক্ষরের অংশ হিসেবে তিনি দুদেশের টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন।

তারানা হালিম ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই সামাজিক মাধ্যমগুলোতে নারী সংক্রান্ত অপরাধ, ভুয়া আইডি, হুমকি এবং অন্যান্য অপরাধ বন্ধের উপায় খুঁজে বের করতে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন।

তারানা হালিম গত ৩০ নভেম্বর ফেসবুক কর্তৃপক্ষের কাছে একটি চিঠি পাঠান। সেখানে তিনি লিখেন, বাংলাদেশে নারীদের বিশেষ করে তরুণীদের ছবি আপত্তিজনকভাবে আপলোড করা হচ্ছে। পরবর্তীতে গত ৬ ডিসেম্বর ফেসবুক দক্ষিণ এশীয় পাবলিক পলিসি ম্যানেজার দীপালী লিবারহেন এবং দক্ষিণ এশিয়ায় আইন প্রয়োগ বিশেষজ্ঞ বিক্রম লঙ্গে ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তারানা হালিম, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং নিরাপত্তা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *