Connect with us

খেলাধুলা

সাফের ফাইনালে ভারত-আফগানিস্তানের লড়াই

Published

on

Afghanistan-football-beats-Maldivesক্রীড়া ডেস্ক: দুই বছর আগে নেপাল সাফ ফুটবলের স্মৃতিই যেন ফিরে এসেছে এবার। ২০১৩ সালে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল ভারত ও আফগানিস্তান। তবে রেকর্ড ছয়বারের শিরোপা জয়ী ভারতকে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার এই ‍টুর্নামেন্টে শিরোপা নিজেদের করে নিয়েছিল আফগান শিবির। ভারতের কেরালায় চলমান সাফ ফুটবলের একাদশতম আসরেও ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও আফগানিস্তান।
বৃহস্পতিবার ত্রিবান্দ্রাম স্টেডিয়ামে দিনের প্রথম সেমিফাইনালে মালদ্বীপকে ৩-২ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে ভারত। আর সন্ধ্যায় দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলংকাকে ৫-০ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠে আফগানিস্তানও।
এর ফলে আগামী ৩ জানুয়ারি শিরোপা লড়াইয়ে মাঠে নামবে এই দুই দল। এই নিয়ে টানা তৃতীয়বারের মতো সাফ ফুটবলের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও আফগানিস্তান। ২০১১ সালে প্রথম ফাইনালে ভারত জিতেছিল ৪-০ গোলে। দ্বিতীয়বার জেতে আফগানিস্তান। এবার কে জিতবে? ভারত নাকী আফগানিস্তান-ভক্ত-অনুরাগীদের সেটাই এখন দেখার অপেক্ষা।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *