Connecting You with the Truth

এই সময়ে করোনাভাইরাসের যত উপসর্গ

স্বাস্থ্য ডেস্ক:
বছরের শুরুতেই চীন ও যুক্তরাষ্ট্র থেকে করোনার নতুন উপধরন বিএফ-৭ এর কথা জনমনে উদ্বেগ বাড়িয়েছে। ইতোমধ্যে দেশে চীনা এক নাগরিকের করোনার এই উপধরন শনাক্ত হওয়ার পর তা আতঙ্কে রূপ নিতে শুরু করেছে।

এমন সময়ে জনসচেতনতার বিকল্প নেই তা সত্য। কিন্তু অনেকেই করোনার উপসর্গগুলো এখনও হয়তো ভালোভাবে জানেন না। অনেকে সামান্য মৌসুমি রোগ হিসেবেই মনে করেন। শুরুতে এর উপসর্গ একরকম থাকলেও এখন তাতে পরিবর্তন এসেছে। তাই আক্রান্ত ব্যক্তির উপসর্গ বোঝা এখন কঠিন হয়ে পড়ছে। তবুও কিছু সাধারণ উপসর্গ তো রয়েছেই।

ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল, হার্ভার্ড টিএইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথ, কিংস কলেজ লন্ডন ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের বিজ্ঞানীদের একটি গবেষণা থেকে করোনার উপসর্গগুলো জানা গেছে। সেগুলো হলো –

  • গলা ব্যথা
  • সর্দি
  • নাক বন্ধ হয়ে যাওয়া
  • হাঁচি
  • শুকনো কাশি
  • মাথা ব্যথা
  • কফসহ কাশি
  • কর্কশ কণ্ঠ
  • পেশিতে ব্যথা

তবে গত বছর অক্টোবরের পর করোনার নতুন উপধরন সম্পর্কে আরও নতুন কিছু তথ্য দিয়েছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। তাদের মতে নতুন উপধরনের কিছু লক্ষণ হলো-

  • জ্বর বা ঠাণ্ডা লাগা
  • কাশি
  • শ্বাসকষ্ট
  • ক্লান্তি বা অবসাদগ্রস্ততা
  • পেশী বা শরীরে ব্যথা
  • মাথাব্যথা
  • স্বাদ বা গন্ধ না পাওয়া
  • গলা ব্যথা
  • সর্দি
  • বমি বমি ভাব
  • ডায়রিয়া
Comments
Loading...