ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় মদ উদ্ধার
মহেশপুর সংবাদদাতা, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপর সীমান্ত থেকে ১৭ বোতল ভারতী মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড (বিজিবি)। বৃহস্পতিবার রাত দেড় টার দিকে এ মদ উদ্ধার করা হয়। ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর পরিচালক এস এম মনিরুজ্জামান,বিজিবিএম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্যামকুড় বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোসলেম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে খোশালপুর গ্রামের মাঠ হতে ১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৫ হাজার ৫’শ টাকা।
বাংলাদেশেরপত্র/ এডি/ আর