Connecting You with the Truth

ঝিনাইদহের হলিধানী গ্রামে নিরাপদ বালাইনাশক ব্যবহারের উপর কৃষাণীদের প্রশিক্ষন

Jhenidah safe pasti photo

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ হলিধানীতে নিরাপদ ও বিচক্ষন উপায়ে বালাইনাশক ব্যবহারের উপর কৃষাণীদের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী গ্রামে রাজু সাহেবের উঠানে বিসিপিএ যশোর অঞ্চলের উদ্দ্যেগে এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিসিপিএ যশোর অঞ্চলের জেনারেল সেক্রেটারি ও মিমপেক্স এগ্রোকেমিক্যালস্ এর ডি এস এম মো. দিপলুর রহমান (দিপু) প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন ডি এম ক্রপ কেয়ারের আর এস এম মোঃ আবুল কালাম আজাদ,ইউনি ক্রপ প্রটেকশনের আর এস এম মোঃ মেহেবুব হাসান,কেটালিস্টের যশোর অঞ্চলের প্রতিনিধী জনাব মেহেদি মোস্তকও সেবা লিঃ এর রিজিওনাল কর্ডিওনেটর শেখ তারিকুল ইসলাম। কর্মশালায় ঐ এলাকার ৩৬ জন কৃষাণীকে প্রশিক্ষন প্রদান করেন পদ্মা এগ্রেস্প্রেয়ার্স লিমিটেডের ডি এস এম জনাব সফিউদ্দিন সফিক। সব শেষে কৃষাণীদের কে মূল্যায়ন পত্রের মাধ্যমে মূল্যায়ন করা হয় এবং সার্টিফিকেট প্রদান করা হয়।

Comments
Loading...