দলীয় বৃত্তে রাখা বঙ্গবন্ধুর প্রতি অবিচার: সৈয়দ আশরাফ
বঙ্গবন্ধুকে এক রাজনৈতিক দলের মধ্যে রেখে আওয়ামী লীগ তার প্রতি অবিচার করেছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
জাতীয় শোক দিবস উপলক্ষে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফুল ইসলাম এমন মন্তব্য করেন।
এসময় তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু আওয়ামী লীগের না, তিনি জাতির পিতা। জাতীয় শোক দিবস দেশের সকল গণমাধ্যম সম্মিলিতভাবে পালন করায় সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান আশরাফ।
রাত ১২টা ১ মিনিটের পরিবর্তে শোক দিবসের সন্ধ্যায় খালেদা জিয়ার কেক কাটাকে কিছুটা উন্নতি হিসেবে মন্তব্য করে সৈয়দ আশরাফ বলেন, শোক দিবসে খালেদা জিয়ার কেক কেটে ফুর্তি করা জাতিকে বিব্রত করে।
একইসময় রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে যুবলীগের আলোচনা সভায় আওয়ামী লীগের প্রেডিডিয়াম সদস্য, শেখ ফজলুল করিম সেলিম বলেন, দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিচার হলে তিনি যেদেশেই থাকুন সেখান থেকে নিয়ে আসা হবে।
বাংলাদেশেরপত্র/এডি/আর