Connecting You with the Truth

পাবনায় র‌্যাব কর্তৃক ওয়াকিটকি সেটসহ গ্রেফতার ১

পাবনা প্রতিনিধি:
পাবনায় দু’টি ওয়াকিটকি সেট, ব্যান্ড-কেনউডসহ এক জনকে গ্রেফতার করেছে র‌্যাব- ১২।
গত কাল ৮ এপ্রিল ২.৩০ টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর সদস্যরা পাবনা জেলার সুজানগর থানাধীন সৌখেতু পাড়া সাকিনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
ধৃত আসামির নাম মো. লুৎফর রহমান (৩৫), পিতা- মো. রুস্তম আলী বিশ্বাস, সাং-শুকচর, ইউ পি-চরতারাপুর, থানা ও জেলা- পাবনা। জনৈক মো. আবুল কাশেম (৫০) পিতা- মৃত ইয়াজউদ্দিন, সাং- সৌখেতু পাড়া, থানা- সুজানগর, জেলা- পাবনাকে ষড়যন্ত্রমূলকভাবে হয়রানির উদ্দেশ্যে আসামি মো. লুৎফর রহমান উক্ত ওয়াকিটকি সেট ২টি মো. আবুল কাশেম (৫০) এর বাড়িতে ফেলার উদ্দেশ্যে বহন করছিল বলে জানায়।

Comments
Loading...