মদনে প্রতিপক্ষের হামলায় নিহত ২
নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার মদন উপজেলার ত্রিয়শ্রী ইউনিয়নের দড়িবিন্নি গ্রামে পূর্বশক্রতার জের ধরে গত কাল শনিবার প্রতিপক্ষের হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছে। নিহতরা হলেন- দড়িবিন্নি গ্রামের মৃত সাহেদ আলীর ছেলে লিটন (৪৫) ও মৃত মজিদ খাঁ’র ছেলে আনছু মিয়া (৪২)।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, মদন উপজেলার ত্রিয়শ্রী ইউনিয়নের দড়িবিন্নি গ্রামের লিটন, আনছু মিয়ার সাথে একই গ্রামের মাহাবুব, মোজাম্মেল, ফজলু খাঁ’র দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল। গত কাল দুপুরে লিটন ও আনছু মিয়া জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষের লোকজন বল্লম, কিরিচ, লাঠিসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অর্তকিত হামলা করলে ঘটনাস্থলেই উক্ত দুইজনের মৃত্যু ঘটে। এ ঘটনায় আশপাশের এলাকার সাধারণ বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে। মদন থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে বলে থানাসূত্র জানিয়েছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মফিজুল ইসলাম বলেন, “দড়িবিন্নি গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এব্যপারে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”