মহেশপুরের আলুচাষিদের পুঁজি হারিয়ে পথে বসার আশঙ্কা
মহেশপুর প্রতিনিধি, ঝিনাইদহ:
ঝিনাইদহের মহেশপুর উপজেলাতে এবার লক্ষমাত্রার চেয়েও বেশি আলুর চাষ হয়েছে। বর্তমান রাজনৈতিক সংঘাত এবং চলমান হরতাল অবরোধে আলুর ভরা মৌসুমের আগেই দাম নিুমুখী হওয়ার কারণে আলু চাষিদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে। উপজেলাতে যদিও কিছু সংখ্যক চাষি ইতোমধ্যেই ভাল দামের আশায় আগে ভাগে আলু তুলে বাজারে বিক্রি করেছে। তাতেও তারা আশানুরূপ দাম পায় নি। ফলে তারা আলু তোলা বন্ধ করে দিয়েছে আলু পরিপক্ক করার জন্য। এই পরিপক্ক আলু আর কয়েক দিন পর থেকে উঠা শুরু হবে।
মহেশপুর উপজেলার মাঠে যেয়ে দেখা যায় আলু পরিচর্যায় ব্যস্ত চাষিরা। তারা জানান, আলু চাষে ভীষণ পরিশ্রম করতে হয়। আলু বীজ বপন থেকে শুরু করে আলু পরিপক্ক করে উঠানো পর্যন্ত ৩ মাস সময় লাগে। তিন মাসের এ আবাদে বিঘা প্রতি ১৮ থেকে ২০ হাজার টাকা খরচ হয়। এখন আমাদের কপালে কি আছে তা জানি না। আমাদের মধ্যে অধিকাংশ আলুচাষি বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে এ চাষে নেমেছে। বর্তমান দেশের রাজনৈতিক হানাহানির কারণে আলুর দাম আশানুরূপ পাব কিনা বা লোনের টাকা শোধ হবে কিনা তা আমাদেরকে ভাবিয়ে তুলেছে। আলু উঠার মুখেই এ অবস্থা হলে আলুচাষিরা পুঁজি হারিয়ে পথে বসবে।