মিসরে সড়ক দুর্ঘটনায় নিহত ২২
আন্তর্জাতিক ডেস্ক: ঘন কুয়াশাসহ খারাপ আবহাওয়ার কারণে মিসরে দুটি বড় সড়ক দুর্ঘটনায় অন্তত ২২ জনের প্রাণহানি ঘটেছে। কর্মকর্তারা এ খবর জানান। পুলিশ জানায়, কায়রোর সঙ্গে আপার ইজিপ্টের সংযোগকারী মহাসড়কের বনি সুয়াইফের কাছে একটি বড় ধরনের সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত ও অপর ২১ জন আহত হয়। এ ঘটনায় দুই ডজন গাড়ি দুর্ঘটনা কবলিত হয়। পুলিশ জানায়, ভোরের ঘন কুয়াশাই এ দুর্ঘটনার কারণ।
পুলিশ জানায়, কায়রোর দক্ষিণে অপর এক দুর্ঘটনায় শ্রমিক বহনকারী একটি ট্রাক এক রেলওয়ে ক্রসিংয়ে একটি ট্রেনের সঙ্গে ধাক্কা খেলে ছয়জন নিহত ও অপর তিনজন আহত হয়। পুলিশ জানায়, ঘন কুয়াশার কারণে ট্রাক ড্রাইভার খুবই কাছে এসেও রেলওয়ে ক্রসিংটি দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।