রংপুরের গঙ্গাচড়ায় লাখ টাকার কারেন্ট জাল জব্দ
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি :
রংপুরের গঙ্গাচড়ায় মৎস্য সংরক্ষণ আইনে নিষিদ্ধ ১ লাখ টাকার কারেন্ট জাল ও ডারকি জব্দ করে পুড়ে ফেলা হয়েছে। জানা যায়, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও মৎস্য অফিসারের পৃথক পৃথক অভিযানে গত তিন দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাছ শিকারের এসব নিষিদ্ধ কারেন্ট জাল ও ডারকি জব্দ করা হয়।¡ গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্তরে জব্দকৃত ১ লাখ টাকার কারেন্ট জাল ও ডারকি পুড়ে ফেলা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার রেজাউল কবীর, যুব উন্নয়ন অফিসার সামসুজ্জামান আজাদ, সাংবাদিক আব্দুল আলীম প্রামানিক, আব্দুল বারী স্বপন, ইকবাল হোসেন সুমনসহ মৎস অফিসের কর্মচারিবৃন্দ।
বাংলাদেশেরপত্র/এডি/আর