দেশজুড়ে
লক্ষ্মীপুরে দু’দিন ব্যাপী ডিজিটাল মেলা শুরু
রুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে নানা আয়োজন ও ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে দু’দিন ব্যাপী ডিজিটাল মেলা। এ উপলক্ষ্যে আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজেন করেছেন জেলা প্রশাসন। ৩০টি স্টল নিয়ে এ ডিজিটাল মেলা আগামীকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত চলবে।
এ সময় সদর উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কালেক্টরেট ভবনে আয়োজিত ডিজিটাল মেলায় গিয়ে শেষ হয়। এ সময় বেলুন উড়িয়ে ডিজিটাল মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী।
এ পর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে অন্যোন্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাসিম মিয়া রনি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা মোঃ আবদুল্লাহ আল মামুন, জেলা শিক্ষা অফিসার আবদুল আজিজ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ, রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল ওয়াহেদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এ সময় বক্তারা বলেন, তথ্য প্রযুক্তির এ যুগে বাংলাদেশ উন্নত হচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে এখন মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠ দান করা হচ্ছে। এতে শিক্ষার মান উন্নত হচ্ছে। বর্তমান সরকার প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও তার সুযোগ্য পুত্র সজিব ওয়াজেদ জয়ের মাধমে দেশ এগিয়ে যাচ্ছে। এ সময় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ বাস্তবায়নে সবচেয়ে বড় ভূমিকা থাকবে শিক্ষার্থীদের।
Highlights
লালমনিরহাটে টাখনুর নিচে প্যান্ট ঝুলে থাকায় বর্বরোচিত হামলা, আহত ৭
দেশজুড়ে
বৃহৎ চরাঞ্চলে জাপা সেক্রেটারির একক প্রার্থীতা ঘোষণা
দেশজুড়ে
শেরপুর জেলা আওয়ামী লীগের বিক্ষোভ-সমাবেশ
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে9 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস