২০১৫ সালকে ‘ইয়ার অফ বুকস’ঘোষণা করলেন জাকারবার্গ
রকমারি ডেস্ক:
বই পড়ার একটি ‘অনলাইন বুক ক্লাব’চালু করেছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। প্রতি দুই সপ্তাহ পরপর একটি নতুন বই পড়া ও তা নিয়ে আলোচনা করা এ ক্লাবের উদ্দেশ্য। ২০১৫ সালকে তিনি ঘোষণা দিয়েছেন ‘ইয়ার অফ বুকস’। দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, বিভিন্ন সংস্কৃতি, বিশ্বাস, ইতিহাস ও আধুনিক প্রযুক্তি স¤পর্কে জ্ঞানের প্রসার ঘটানোর লক্ষ্যে এমন উদ্যোগ নিয়েছেন জাকারবার্গ। ভেনিজুয়েলার সাবেক বাণিজ্য ও শিল্পমন্ত্রী ও ওয়ার্ল্ড ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মইসেস নাইমের লেখা ‘দ্য এন্ড অফ পাওয়ার’বইটি দিয়েই যাত্রা শুরু করছে জাকারবার্গের বুক ক্লাব। এই মুহূর্তে ক্লাবের ‘কমিউনিটি পেইজে’কমেন্টগুলোকে এক থ্রেডে রাখায় বই নিয়ে আলোচনা বেশ কঠিন বলেই জানিয়েছে দ্য গার্ডিয়ান। দুই সপ্তাহ সময়ের মধ্যে একটা মাঝারি আকারের বই পড়ে শেষ করা সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন ক্লাবের সদস্যদের অনেকেই। ক্লাবের ভবিষ্যৎ নিয়ে এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা না গেলেও শুরুটা ভালোই হয়েছে জাকারবার্গের ‘ইয়ার অফ বুকস’ এর। এর মধ্যেই দুই লাখেরও বেশি লাইক পেয়েছে পেইজটি।