Connect with us

দেশজুড়ে

কাউনিয়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয়’র দপ্তরী কাম প্রহরী পদ রাজস্ব করণের দাবীতে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা

Published

on

মিজান,কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় বৃহস্পতিবার (০৫অক্টোবর) বেলা ১২টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতি রংপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত সরকারী প্রাথমিক বিদ্যালয়’র দপ্তরী কাম প্রহরী পদ রাজস্ব করণের দাবীতে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতি রংপুর জেলা শাখার সভাপতি সোহেল রানা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এম এ হান্নান। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি সাধন কান্ত বাড়ই এবং বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতি কাউনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফেরদৌস আহম্মেদ’র সঞ্চালনায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মোল্লা ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতি ঢাকা মহানগর সভাপতি মজিবুল হক, কুড়িগ্রাম জেলা সভাপতি আনোয়ার হোসেন, লালমনি জেলা সভাপতি উমর ফারুক, উপজেলা সভাপতি গোলজার হোসেন স্বপন, রংপুর জেলা সদস্য আল আমিন প্রমূখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতি রংপুর বিভাগের জেলা উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, আমাদের ২৪ঘন্টা ডিউটি করতে হয়। বছরে কোন ছুটি নাই এমনকি সাপ্তাহিক কোন ছুটি নাই। যা বিশ্বে কোন রাষ্ট্রে আছে বলে মনে হয় না। অথচ আজও আমাদেরকে রাজস্ব খাত অন্তর্ভূক্ত করা হয়নি। কেন আমরা বৈষ্যমের শিকার হবো। আমরা আশাবাদী আমাদের মত অসহায় ও মানসিক হতাশা গ্রস্থ দপ্তরী কাম প্রহরীদের বেলায় এমন দৃঢ় প্রদক্ষেপ নিবেন যেন আমরা দু-বেলা দু-মুঠো ডালভাত খেয়ে পরিবার পরিজন নিয়ে জীবন যাপন করতে পারি। সেই সাথে বক্তারা অনতিবিলম্বে বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী পদ জাতীয়করণ করার জন্য জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আশু হস্তক্ষেপ কামনা করেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *